অনলাইন ডেস্ক।।
কুমিল্লা নগরীর অভিজাত শপিং সেন্টার ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির পক্ষ থেকে কুমিল্লা-৬ আসনে টানা চার বার নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। রোববার সন্ধ্যায় মার্কেটের পঞ্চম তলার কনফারেন্স হলে ওই সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধানায় শুরুতে ফুলেল শুভেচছায় বরণ, ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়।
দোকান মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মঞ্জুরুল আলম ভূইয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ডা: আবদুল বাকী আনিছ, দোকান মালিক সমিতির প্রধান উপদেষ্টা এডভোকেট আবদুল মমিন ফেরদৌস, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, উপদেষ্টা এনায়েত উল্লাহ, সমিতির উপদেষ্টা মোঃ মোমিনুল ইসলাম, মোঃ বেলায়েত হোসেন, মোঃ সাজেদুল ইসলাম শাহ আলম, মোঃ মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার সৈয়দ আহমেদ, সুজিৎ চন্দ্র দাশ বাবুল প্রমুখ।
কার্যকরী পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসান মোর্শেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সিনিয়র সহসভাপতি মোঃ জাকির হোসেন, সহসভাপতি মোঃ গিয়াস উদ্দিন আহমেদ, অর্থ সম্পাদক মিয়া বাতেন, দপ্তর সম্পাদক মাসুম আলম পলাশ, প্রচার সম্পাদক মোঃ মোতাহের হোসেন, সদস্য আবদুর রব ভূঁইয়া লিটন, জাকির হোসেন, মাহবুবুর রহমান মামুন, মোঃ জাকির হোসেন, সোহাগ শেখ প্রমুখ। এছাড়াও মহানগর আওয়ামী লীগের ৩ নং ওয়ার্ডের সভাপতি মোঃ ফয়েজ, সিনিয়র সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা এসআরএম ফারুক, সাবেক ছাত্রলীগ নেতা ফজল হাসনাত চাষী সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসকেডি/অননিউজ