আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:০১

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের ডেঙ্গু শনাক্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় ৭৪ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার রবিবার বেলা ১২ টায় এতথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী রবিবার (০৯ সেপ্টেম্বর ) সকাল ৯টা থেকে সোমবার (১০সেপ্টেম্বর ) সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পরীক্ষা করানো ৭৪টি নমুনা ডেঙ্গু শনাক্ত হয়েছে।কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮জন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ০৮জন, জেনারেল হাসপাতাল ০৫ জন,চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,নাঙ্গলকোট স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সে ১৭জন, দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দুই জন, মালিগাওস্বাস্থ্য কমপ্লেক্সে একজন,মেডিকেল ইস্টার্ন তিনজন, বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন।ডেঙ্গুর বৃদ্ধির পর থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়ে সেবা নেয়া রোগীর সংখ্যা ২৬৩৭জন। এদিকে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন প্রায় ১৪৮ জন। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২৮জন,চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,হোমনা স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন,বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে একজন,দেবিদ্বার স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন,মেঘনা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, মেডিকেল ইস্টার্ন তিনজন, বুড়িচং স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, দাউদকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ছয়জন,জেনারেল হাসপাতাল ০৫জন,মনোহরগন্জ স্বাস্থ্য কমপ্লেক্সে একজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী জানিয়েছেন,ডেঙ্গু মৌসুম চলতে থাকার কারণে বর্তমান সময়ে যে কারো শরীরে অস্বাভাবিক কোন উপসর্গ দেখা দিলে দেরি না করে তার একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে ডেঙ্গু পরীক্ষা করানো উচিত। অথবা নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে চলে আসুন। ডেঙ্গু নিয়ে আতঙ্কিত না হয়ে সবাই সচেতন থাকুন। বাড়ির আঙ্গিনা পরিস্কার রাখুন। কোথাও পানি জমে থাকতে দেবেন না। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য আলাদা ইউনিট করা হয়েছে। তেমনি বহির্বিভাগে আলাদাভাবে ডেঙ্গুর প্রতিরোধে বা করণীয় বিষয়ে পরামর্শ কেন্দ্র খোলা হয়েছে। এখানে যারাই জ্বরে আক্রান্ত কিংবা ডেঙ্গু সন্দেহে থাকবেন তারা ওই পরামর্শ কেন্দ্রে কথা বলতে পারবেন।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top