কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বাড়িতে হামলার অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভা চলাকালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার( ২৮ সেপ্টেম্বর) বিকালে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত গ্রুপ দাবি করেছে আওয়ামী লীগের কর্মী ফারুক, রাশেদ, শাহজান, মনিরসহ সাতজন গুরুতর আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান দাবি করেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনান জন্মদিন উপলক্ষে তার বাড়ির পাশে মাদ্রাসার মাঠে একটি আলোচনা সভা করেন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে তিনি উপস্থিত হলে অতর্কিতভাবে তার উপর এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর নেতৃত্বে হামলা চালানো হয়।

যদিও এ বিষয়ে জানতে লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। এবিষয়ে কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বিষয়টি জেনে বিস্তারিত জানাতে পারব।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top