কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষের মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর লেফটেন্যান্ট কর্নেল (অব) মোস্তাক আহমেদ ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।

গতকাল সোমবার রাত ১০ টায় কুমিল্লা নগরীর নিজ বাসায় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।

আজ (১০ অক্টোবর) মঙ্গলবার বাদ জোহর নামাজের পর টমছমব্রিজ নিউহোস্টেল সংলগ্ন ঈদগাহ মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। পরে টমছমব্রিজ কেন্দ্রীয় কবরস্থানে দাফন চিরনিদ্রায় সমাহিত করা হয়েছে।

মোস্তাক আহমেদ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক ছিলেন। ২০০৫ সালের ১৭ জানুয়ারি অত্র কলেজের ৪০তম অধ্যক্ষ হিসেবেযোগদান করেন। ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি তিনি অবসর গ্রহণ করেন।

সাবেক এই অধ্যক্ষের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের বর্তমান অধ্যক্ষ প্রফেসর ড. আবু জাফর খাঁন, উপাধ্যক্ষ প্রফেসর মৃনাল কান্তি গোস্বামী এবং শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন।

এছাড়াও তারঁ মৃত্যুতে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও তার শুভাকাঙ্ক্ষীসহ অনেকে শোক প্রকাশ করেছেন। এবং তার আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এফআর/অননিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top