আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:২১

কুমিল্লা মুরাদনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন জাহাঙ্গীর আলম সরকার

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।।
গতকাল ২২অক্টোবর রবিবার রাতে কুমিল্লা মুরাদনগর উপজেলার বিভিন্ন গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দূর্গা পূজার অষ্টমীতে পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার।

পশ্চিম বাঙ্গরা থানার দিঘিরপাড় রক্ষা কালীমন্দির দিয়ে শুরু করে শ্রীকাইল, চন্দনাইল বাজার, আন্দিপুর,কোরবানপুর, বাঙ্গরা বাজার এলাকায় প্রায় ১০/১২ টি পূজার মন্ডুপ পরিদর্শন করেন।

পূজামণ্ডপ পরিদর্শন শেষে জাহাঙ্গীর আলম সরকার বলেন, আমার নেত্রী আমাকে নির্দেশ দিয়েছে মুরাদনগর উপজেলার সকল পূজামণ্ডপ পরিদর্শন করার জন্য। যেহেতু সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় পূজা উৎসব দূর্গা পূজা তাই তারা যেন নির্বিঘ্নে শান্তিতে পূজা করতে পারে। সে বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়ে রেখেছে ৷

তিনি আরো বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মাবলম্বীরা যতটা নিরাপদে সকল উৎসব উদযাপন করতে পারে আমার মনে হয় না আর কোন সরকারের আমলে এত নিরাপদ ভাবে কোন উৎসব পালন করতে পারে। আওয়ামী লীগ সরকার উন্নয়নের সরকার তাই আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনবেন।

এসময় উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, কুমিল্লা উত্তর জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি মুজিবুর রহমান ভূইয়া, বাঙ্গরা বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ জাকির হোসেন, উত্তর জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আল- আমীন সরকার, পূর্বধইর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুকবুল হোসেন, মুরাদনগর উপজেলা যুবলীগের সদস্য নুরুদ্দীন সরকার রিপন, উত্তর জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সদস্য জাকারিয়া সরকার, বাঙ্গরা বাজার থানা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জামান চৌধুরী, মুরাদনগর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. খোকন মিয়া প্রমুখ।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top