আল-আমিন কিবরিয়া,কুমিল্লা প্রতিনিধি।
কুমিল্লার দেবিদ্বারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় পিস্তল (এলজি), গুলি ও রামদাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩জুন) মধ্যরাতে দেবিদ্বার-চান্দিনা সড়কের নবিয়াবাদ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবকের নাম মোশারফ হোসেন(৩৫)। সে জেলার বুড়িচং উপজেলার হালগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ নয়ন মিয়া। তিনি জানায়, ডাকাতির প্রস্তুতিকালে একটি দেশীয় পিস্তল (এলজি), দুই রাউন্ড গুলি ও ২টি রামদাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত এই যুবকের বিরুদ্ধে কুমিল্লা জেলার বিভিন্ন থানায় আটটির বেশি ডাকাতির মামলা রয়েছে। আজ শুক্রবার (১৪জুন) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, দেবিদ্বার থানার এসআই মিশন বিশ্বাসসহ পুলিশের একটি দল উপজেলার নবিয়াবাদ ইউনিয়নে অভিযান চালিয়ে নবিয়াবাদ ঈদগা সংলগ্ন ভূঁইয়া বাড়ির সামনে ডাকাত দলের উপস্থিতি টের পায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা পালিয়ে গেলেও মোশারফ পুলিশের হাতে গ্রেফতার হয়।