আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৩৪

দেবিদ্বার পাবলিকিয়ান এসোসিয়েশনের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেবিদ্বার প্রতিনিধি।।
দেবিদ্বারে পাবলিকিয়ান এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে উর্ত্তিণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ হল রুমে সংবর্ধনা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সাংসদ আবুল কালাম আজাদ এমপি।

বক্তব্যে এমপি আবুল কালাম আজাদ বলেন, আজকে যারা এখানে উপস্থিত হয়েছে তোমরা প্রত্যোকে মেধাবী, আমি বিশ্বাস করি, আগামী দিনে তোমাদের এ মেধাকে কাজে লাগিয়ে দেবিদ্বারকে একটি স্মার্ট দেবিদ্বার গড়ে তোলা সম্ভব। এসোসিয়েশনের সভাপতি ইয়াজ মাহমুদের সভাপতিত্বে এমপি আজাদ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরও বলেন, আগে নিজেকে নেতৃত্ব দেওয়ার মত যোগ্য করে হিসেবে গড়ে তুলতে হবে, সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে তৈরি করতে হবে। সারা বিশ্বে দেবিদ্বারকে মডেল দেবিদ্বার হিসেবে পরিচিত করতে হবে।

এসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাসিবুর রহমান তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নিগার সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রায়হানুল ইসলাম, দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মো. মামুনুর রশিদ মামুন।

আলোচনা সভা শেষে ৪১তম বিসিএস (স্বাস্থ্য) শাহাদাত হোসেন, ৪৩তম বিসিএস (পররাষ্ট্র) গোলাম সামদানী হৃদয়, (শিক্ষা) আমিরু ইসলামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শতাধিক নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি।

অনুষ্ঠানে অন্যানদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মো. লুৎফুর রহমান বাবুল, ইউপি চেয়ারম্যান মো. মুকবল হোসেন মুকুল, মো. কামরুজ্জামান মাসুদ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. আসাদুর রহমান রনি, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. সাইফুল ইসলাম, সদস্য হাসান হিমেল, এবি রুপম, তানিম ইসলাম, আল আমিন, ফারজানা রিমিসহ দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী ।

এসকেডি/সিএন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top