আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ৯:২৫

মুরাদনগরে চুরি ডাকাতি ও মাদক নির্মূলে ৪৬ সোলার প্যানেল স্থাপন

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুরাদনগর প্রতিনিধি।।
অন্ধকার জায়গা আলোকিত করতে এবং চুরি, ডাকাতি ও মাদক নির্মূলে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৪৬টি সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত নেয় কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ। তারই ধারাবাহিকতায় বুধবার বিকেলে আনুষ্ঠানিক ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি সোলার প্যানেল স্থাপনের মধ্যদিয়ে উদ্বোধনের সূচনা করা হয়। আগামী ৭ দিনের মধ্যে অবশিষ্ট ৪৩টি সোলার প্যানেল মুরাদনগর-ইলিয়টগঞ্জ সড়কে স্থাপন করা হবে বলে জানা গেছে। সোলার প্যানেল স্থাপন উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাসরিন সুলতানা নিপা, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর জাহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, স্বাস্থ্য কমপ্লেক্সে আবাসিক চিকিৎসক সিরাজুল ইসলাম মানিক, মুরাদনগর সদর ইউপি চেয়ারম্যান অধ্যাপক কাজী তুফরীজ এটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি আতিকুর রহমান হেলাল, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, বাঙ্গরা বাজার থানা স্বেচ্ছাসেক লীগের সভাপতি শেখ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক জামান চৌধুরী ও স্বেচ্ছাসেবকলীগ নেতা জাকারিয়া সরকার প্রমুখ।

এসকেডি/অননিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top