শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বাংগরায় মতবিনিময় সভা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি।।
বাংগরা বাজার থানা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৫অক্টোবর) দুপুরে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনের লক্ষ্যে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা বাংগরা বাজার থানার আয়োজনে ঐ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বাঙ্গরা বাজার থানার ওসি মোঃ রিয়াজ উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা জেলা উত্তর কৃষক লীগ আহ্বায়ক পার্থ সারথি দত্ত, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক নিত্যানন্দন রায়, সাধারণ সম্পাদক রামপ্রসাদ দেব, যুগ্ম সাধারণ সম্পাদক বিজন কুমার দাস, সাবেক সাধারণ সম্পাদক অরুপ নারায়ন পোদ্দার পিংক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুকলাল দেব নাথ, শিমূল বিল্লাহ, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।

বাঙ্গরা বাজার থানার এস আই পলাশ বড়ূয়ার উপস্থাপনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু মুসা আল কবির, জাকির হোসেন, রহিম পারভেজ, তৈয়বুর রহমান তুহিন, উপ পুলিশ পরিদর্শক ওবায়দুল হক, আবদুল আজিজ, জনপ্রতিনিধি ও বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিগণ।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার পীযুষ চন্দ্র দাস বলেন, এ বছর সকল পূজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় আনা হবে। স্বেচ্ছাসেবী টিমের পাশাপাশি পুলিশ ও আনছার বাহিনী সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। অতিগুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ও সাধারণ ক্যাটাগরিতে ভাগ করে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, লাউডস্পিকার ডাকঢোল বাজাবেন, তবে মুসলিম ভাইদের আজান ও নামাজের সময় বিরতি রাখতে হবে। মন্ডপের সামনে যেমন আলোকসজ্জা করেন তেমনি পিছনের পাশ টুকুও আলোকিত করবেন। কারণ দূষকৃতিকারীরা পিছন থেকে এসে অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে থাকে ।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
Scroll to Top