সহস্রাধিক নেতাকমী নিয়ে মটোর সাইকেল মহড়া সময় অবরোধের শেষ দিনে আ.লীগ নেতা রোশন আলীর মহড়া

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের শেষ দিনে নৈরাজ ঠেকাতে কুমিল্লার দেবিদ্বারে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে রাজপথে মহড়া দিয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাষ্টার।

বৃহস্পতিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়ক ও ঢাকা-চট্টগ্রাম মাহসড়কের দেবিদ্বার অংশসহ উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন শেষে দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।

সমাবেশে রোশন আলী বলেন, বিএনপির-জামায়াতের নৈরাজ্য, অবৈধ হরতাল-অবরোধের প্রতিবাদে আমি দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনকে নিয়ে সব সময় মাঠে আছি। তাদের এই হরতালÑঅবরোধ বাংলাদেশের জনগন মানে না। আগুণসন্ত্রাসী বিএনপি কর্মসূচির নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। হাসপাতালে অগ্নিসংযোগ করেছে। পুলিশ বক্সএ আগুণ দিয়েছে। গত তিন-চার দিনে দেশের বিভিন্ন স্থানে বহু গাড়ি আগুন দিয়ে পুড়িছে। এতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ হতাহত হয়েছে। গত ২৮অক্টোবর সমাবেশের দিন তারা হামলা কওে অনেক পুলিশকে আহত করেছে। এক পুলিশ সদস্যকে পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। একই ভাবে অনেক সাংবাদিক ভাইদের নির্মম ভাবে আহত করেছে। তাই মানুষের জান-মাল রক্ষায় আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে রাজপথে অবস্থান নিয়েছি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এটিএম মেহেদী হাসান ভিপি, উপ-দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, দেবিদ্বার উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম সফিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোসলেহ উদ্দিন ভুইয়া মানিক, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান প্রমূখ।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top