হরতালে সরব তিতাস উপজেলা আওয়ামী লীগ

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।।
বিএনপি জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা হরতাল চলাকালে রবিবার (২৯ অক্টোবর) কুমিল্লার তিতাসের রাজপথে সরব ছিলেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা। হরতালের বিরুদ্ধে বিভিন্ন স্থানে মিছিল, সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা আ.লীগ ও জাতীয় শ্রমিক লীগ।

আজ সকাল থেকেই তিতাসের সব গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের কড়া পাহারা ছিল। পুলিশের পাশাপাশি বিভিন্ন স্থানে সরকারি দলের নেতা-কর্মীদের অবস্থান করতে দেখা যায়।

বেলা ১১টার দিকে তিতাস উপজেলার কড়িকান্দি বাজার, গাজীপুর ও বাতাকান্দি এলাকায় কয়েকশ নেতা-কর্মীকে জমায়েত করে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মৎস্যজীবী লীগ। তারা হরতালবিরোধী মিছিল ও সমাবেশ করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা আ’লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসীন ভূইয়া, সহ সভাপতি মোঃ আনোয়ার হোসেন, তিতাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ফরহাদ আহমেদ ফকির, বলরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নূর নবী, সাতানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল হক সরকার, মজিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সরকার, নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফুজ্জামান খোকা, মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার, কড়িকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি আবু ইউসূফ চিশতি, মজিদপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাক আহমেদ ভূইয়া, জগতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোজাম্মেল হক টিটু, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি এইচএম এখলাস, বলরামপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি সাদেক পাঠান, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন, তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন সাদ্দাম, তাঁতীলীগের সভাপতি মোঃ রেজাউল ইসলাম মোল্লা, কলাকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন, জিয়ারকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের, ভিটিকান্দি ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শহিদুল্লাহ ও ছাত্রলীগ নেতা পাভেল মাহমুদ সুমন মেম্বার প্রমূখ।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top