কুমিল্লা প্রতিনিধি।।
কোটা বৈষম্য নিরসনের এক দফা দাবিসহ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের 'ব্লকেড কর্মসূচি'-তে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে কুমিল্লা নগরীর পুলিশ লাইন্স থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে গন পদযাত্রা করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এ সময় গন পদযাত্রায় ছিলেন কুমিল্লা সরকারি কলেজের শিক্ষার্থীরা। রবিবার (১৪ জুলাই) বেলা ১১ টায় নগরীর শিক্ষার্থীরা পুলিশ লাইনসে জড়ো হয়ে সেখান থেকে যাত্রা শুরু করেন। এ সময় তাঁদের স্লোগানে মুখর হয়ে উঠে গোটা পুলিশ লাইন বৈষম্য বিরোধী আন্দোলনের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।
এর আগে কান্দিরপাড় পূবালী চত্বরে কর্মসূচি করার কথা থাকলেও মহানগর ছাত্রলীগের অবস্থান করার কারনে শিক্ষার্থীরা পুলিশ লাইনসে একত্রিত হয়।
বেলা সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কার্যালয়ে প্রবেশ করে। অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক)পঙ্কজ বড়ুয়ার কাছে স্মারকলিপি প্রদান করেন।