সাইফুল ইসলাম।।
কুমিল্লায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ আয়োজনে সার্বিক সহযোগিতায় সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া সভাপতিত্বে সেমিনারে মাল্টিমিডিয়ার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন দিক ও তদারকি অভিযান থেকে উদ্ঘাটিত বিভিন্ন দিক তুলে ধরেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম। পরে উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ছড়াকার ও ক্যাব কুমিল্লার সভাপতি কবি জহিরুল হক দুলাল। তিনি বলেন, একজন মাছ ও চাল বিক্রেতা কিন্তু পরস্পরের ভোক্তা। এভাবে প্রতিটি পণ্যের ক্ষেত্রেই এমন। সুতরাং এই ঠকাঠকির বিষয়গুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক, প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও সাপ্তাহিক অভিবাদন প্রত্রিকার সম্পাদক আবুল হাসনাত বাবুল, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, সিভিল সার্জন অফিসের ডা: আমরিন হোসেন, দোকান মালিক সমিতির সহ সভাপতি আমিনুল ইসলাম, রেস্তোরা মালিক সমিতির নাছিরুল ইসলাম মজুমদার, বেকারি মালিক সমিতির সভাপতি তারেক কামাল ইমতিয়াজ, চেম্বারের ভাইস প্রেসিডেন্ট জামাল আহমেদ, চকবাজার, রানীর বাজার ও রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দও উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ বাস্তবায়নে নৈতিকতার ব্যাক্তিগত চর্চার পাশাপাশি ব্যাবসায় নীতি-নৈতিকতার চর্চার প্রয়োজন। তিনি বলেন, ক্রেতা কিংবা বিক্রেতা সবাই আমরা ভোক্তা। সুতরাং নিজেদের স্বার্থ সুরক্ষায় আইনটি বাস্তবায়নে সকলকেই এগিয়ে আসতে হবে। ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পরিক সম্মান ও শ্রদ্ধাবোধ থাকা আবশ্যক।
অনুষ্ঠানে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, এনজিও ও সুশীল সমাজের প্রতিনিধি, নগরীর সকল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ, দোকান মালিক সমিতি, রেস্তোরা মালিক সমিতি, বেকারি মালিক সমিতি, ডিম ব্যবসায়ী সমিতি, এলপিজি গ্যাস ব্যবসায়ী সমিতি, ইটভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ভোক্তা সাধারণ উপস্থিত থেকে আইনটি বাস্তবায়নে সুচিন্তিত মতামত তুলে ধরেন ।
সিএন/৯০