অনলাইন ডেস্ক।।
কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কাজী উমাম স্মৃতি প্রথম বিভাগ ক্রিকেট লীগের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩০ মার্চ) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রথম বিভাগ ক্রিকেট লীগ শুরু হয়। লীগে ১০ টি ক্লাব অংশ নিচ্ছে।
উদ্বোধনী দিনে ওয়াপদা এ.সি ক্লাব ও কুমিল্লা সুপার স্টার (অনুর্ধ-১৮) এর খেলা দিয়ে সূচনা হয় লীগের। বেলুন উড়িয়ে লীগের উদ্বোধন করেন কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)পঙ্কজ বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমেন ও কাজী উমাম এর সহধর্মীনি সৈয়দ জেসমিন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারন সম্পাদক খায়রুল আলম সোহাগ, মোঃ সাইাফুল ইসলাম ও সদস্য দেলোযার হোসেন জাকির।
উদ্বোধনী খেলায় ওয়াপদা এসি ক্লাবের সাথে জয় পায় সুপার স্টার অনুর্দ্ধ ১৮। প্রথম বিভাগ ক্রিকেটে দুটি গ্রুপে ভাগ হয়ে খেলাবে ১০টি ক্লাব। গ্রুপ-ক, ওয়াপদা এ.সি, কুমিল্লা সুপার স্টার (অনুর্ধ-১৮), শেখ রাসেল ক্রীড়া চক্র, ফ্রেন্ড ফেয়ার ক্লাব, কুমিল্লা স্পোর্টস একাডেমী। গ্রুপ-খ – সি.ডি.এস.এ (অনুর্ধ-১৬), ওয়াপদা ডিভিশন, ই.জেড ব্রাদার্স, সোনালী স্পাটিং ক্লাব ও বাংলাদেশ ইউনাইটেড।
এসকেডি/অননিউজ