সাজ্জাদ হোসেন,মুরাদনগর (কুমিল্লা)
কুমিল্লা মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরে দু’দিন ব্যাপি বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এমপি,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম সরকার এমপিসহ অতিথিবৃন্দ।
মৎস্য ও প্রানিসম্পদ মন্ত্রী মো. আবদুর রহমান এমপি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়েছে। এ নিয়ে প্রশ্ন তোলার কোন অবকাশ নেই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পরপরই ১৯৭২ সালের ২৪ মে কাজী নজরুল ইসলামকে পশ্চিম বঙ্গের কলকাতা থেকে সপরিবারে ঢাকায় এনে জাতীয় কবির মর্যাদায় অভিষিক্ত করেছেন। এর মাধ্যমে বঙ্গবন্ধু কাজী নজরুলকে যথাযোগ্য সম্মান ও মর্যাদা দিয়েছেন।
মন্ত্রী মো. আবদুর রহমান এমপি শুক্রবার সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগর উপজেলার কবিতীর্থ দৌলতপুরের কাজী নজরুল মঞ্চে বিশ্ব বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সম্মেলন উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার এমপি। প্রধান আলোচক ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম, বিশ্ববঙ্গ সাহিত্য ও সংস্কৃতিক সম্মেলের কেন্দ্রিয় সম্পাদক নাট্যকার ড. রাধাকান্ত সরকার।
বাঙ্গরা পূর্ব ইউপি চেয়ারম্যান শেখ জাকির হোসেনের সভাপতিত্বে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ কাব ও স্কাউট শিক্ষক সারমিন ফাতেমার উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কবি পতœী নার্গিস বংশের উত্তরসূরি বাবলু আলী খান।
পরে নজরুল ম্যুরাল উদ্বোধন করা হয়।