বগুরা প্রতিনিধি।।
বগুড়া শহর জামায়াত নেতৃবৃন্দ শুক্রবার দুপুরে বগুড়ার শিববাটিতে সন্ত্রাসী জিতু বাহিনীর মারপিটে নিহত রিক্সাচালক শাকিলের পরিবারের খোঁজ খবর নেন ও পরিবারটিকে শান্তনা দেন। এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল, সেক্রেটারী অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারী অধ্যাপক রফিকুল আলম, প্রচার সেক্রেটারী অধ্যক্ষ ইকবাল হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি জাকিরুল ইসলাম, সেক্রেটারী গোলাম সাকলাইন, ডা. শাহজাহান আলী, আশিকুর রহমান, মাওলানা রায়হান আলী, ইসাহাক আলী, শহিদুল ইসলাম প্রমুখ। পরিবারকে শান্ত দিয়ে শহর আমীর বলেন হত্যাকারী যেই হোক তাদের বিচার অবশ্যই হবে। তিনি অবিলম্বে বাকী আসামীদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পরে পরিবারকে অর্থিক সহযোগিতা প্রদান করেন নেতৃবৃন্দ। উল্লেখ্য গত ১৫ জুন শিবাটিতে সন্ত্রাসীদের মারপিটে রিকসা চালক শাকিল নিহত হয়।