বরুড়া প্রতিনিধি।।
কুমিল্লার বরুড়ায় নবাগত ইউএনও'র বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং এর সভাপতিত্বে এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া পৌরসভার মেয়র মোঃ বকতার হোসেন বখতিয়ার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুল হাসান সোহেল, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহিদুল ইসলাম, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাসরিন সুলতানা তনু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন নাহার শিখা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ওসমান গনি, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইয়াসিন, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিন হোসেন, বরুড়া পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম মোঃ জালাল উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সাত্তার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ মাসুদ মজুমদার, বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইলিয়াস আহমেদ।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ মঈন উদ্দিন এর সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নুর মোহাম্মদ শামীম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ বোরহান উদ্দিন ভুইঁয়া, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোঃ নাজমুল হাসান, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক সংবাদ এর প্রতিনি সলিল রঞ্জন বিশ্বাস, সহ সভাপতি ও দৈনিক রুপসী বাংলা প্রতিনিধি সাংবাদিক মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক ও দৈনিক শিরোনাম, দৈনিক মানব জমিন পত্রিকার প্রতিনিধি সাংবাদিক মোঃ ইকরামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলার আলোড়ন প্রতিনিধি সাংবাদিক রিয়াজ উদ্দিন রানা, প্রচার সম্পাদক ও দৈনিক সমাজকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মোঃ শরীফ উদ্দিন।
এদিন আরও উপস্থিত ছিলেন উপজেলা উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ আলী, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ইলিয়াস মিয়া, উপজেলা পরিসংখ্যান অফিসার মোঃ রিয়াজ উদ্দিন।
এসময় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক ও গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন রবিউল, ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, বরুড়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মমিন উল্লাহ ভুইঁয়া, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং উপস্থিত বিভিন্ন শ্রেনি ও পেশাজীবিদের বক্তব্য শোনেন এবং তার বক্তব্যে বলেন আমি বরুড়া উপজেলায় নতুন জয়েন করেছি আমি চাই সমাজের রাজনৈতিক, সামাজিক, স্বেচ্ছাসেবী ও যুব সমাজ সহ সকলে মিলে একটি উন্নত ও সমৃদ্ধশালী বরুড়া গর্ব তাই তিনি সকলের সহযোগিতা কামনা করেন। এবং যে কোন প্রয়োজনে ইউএনও অফিসের দরজা খোলা থাকবে বলে আশ্বাস দেন। এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
সিএন/৯০