বিদ্যাদেবী সরস্বতী পূজা আজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ শুক্রবার। বাণী অর্চনা ও নানা আয়োজনের মধ্যদিয়ে বিদ্যা, বাণী ও সুরের দেবী সরস্বতীর পূজা শুরু। ধর্মীয় বিধান অনুসারে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও সুরের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন।

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম এই ধর্মীয় উৎসবে পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন অগণিত ভক্ত। সনাতন ধর্মালম্বীদের মতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।

এ উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করবে। নগরীসহ জেলার মন্দির ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পূজা ছাড়াও অন্য অনুষ্ঠানমালায় আছে পুষ্পাঞ্জলি প্রদান, প্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সন্ধ্যা আরতি, আলোকসজ্জা প্রভৃতি।
এদিকে, কুমিল্লা মর্ডাণ হাই স্কুলের প্রভাতী শাখার সপ্তম শ্রেণীর শিক্ষার্থী অর্পিতা সরকার বলেন, প্রতি বছরই বিদ্যার জন্য দেবীর কাছে প্রার্থনা করি। এবারও দেবীর কাছে বিদ্যা, দেশ ও জাতির মঙ্গল কামনা করে প্রার্থনা করবো।

বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ কুমিল্লা ইউনিট এর যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস চন্দ্র সরকার বলেন- আসছে শুক্রবার জেলার বিভিন্ন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়, পাড়া-মহল্লা ও বাসাবাড়িতে উদযাপিত হবে সরস্বতী পূজা। তিনি বলেন- এ বছর ২২ জানুয়ারি বৃহস্পতিবার দিবাগত-রাত ২টা ০৭মিনিট ৪৮ সেকেন্ড গতে পঞ্চমী আরম্ভ হয়ে ২৩ জানুয়ারি শুক্রবার দিবাগত-রাত ১২টা ৫৭মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত। এ সময়ের মধ্যেই অনুষ্ঠিত হবে বিদ্যাদেবী সরস্বতী পূজা-অর্চনা।

তিনি আরও বলেন- বিদ্যালাভের আশায় ওইদিন “ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগ-শোভিত মুক্তাহারে। বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।। নমঃ ভদ্রকালৌ নমোঃ নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যাস্থানেভ্য এব চ।। এষ সচন্দন পুষ্প বিল্বপত্র অঞ্জলি সরস্বতৈ নমঃ।।” এই মন্ত্র উচ্চারণের মধ্যদিয়ে মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি দিবেন স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top