নিজস্ব প্রতিবেদক।।
বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের গতকাল বৃহস্পতিবার ৩য় দিনে কুমিল্লায় নগরীর জনজীবন র্ছিল স্বাভাবিক। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির নির্দেশে দিবারাত্রি মহড়া দিচ্ছে মহানগর আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার সরজমিনে ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার ভোর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশের সৈয়দপুর, আলেখাচর বিশ্বরোড, ঝাগুরজুলি, কোটবাড়ি নন্দনপুর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় অবস্থান নেয় মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ ও শ্রমিকলীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার অবরোধের ৩য় দিনে কুমিল্লায় অবরোধকারীদের কোথাও দেখা যায় নি। এদিকে কুমিল্লা মহাসড়কের বিভিন্ন স্পটে ঘুরে দেখেন ও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত।
বিভিন্ন স্পটে আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি এড. জহিরুল ইসলাম সেলিম , সহ সভাপতি আবিদুর রহমান জাহাঙ্গীর, যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক এড. সৈয়দ নূরুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই বাবলু, চিত্ত রঞ্জন ভৌমিক, শ্রম বিষয়ক সম্পাদক হাসান খসরু, মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ শহিদ, আদর্শ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড মো আমিনুল ইসলাম টুটুল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবুল বাসার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, মহানগর আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক হাবিবুর সায়েরিন সায়ের, উপ প্রচার ও প্রকাশনা সম্পদাক এনামুল হক এনাম, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল, মহানগর শ্রমিকলীগের আহ্বায়ক আনিছুর রহমান ভূইয়া, যুগ্ম আহ্বায়ক হাসান মাহমুদ চৌধুরী সুমন, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মাস্টার, মহানগর যুব মহিলা লীগের সভাপতি তাহমিনা বেগম, সাধারণ সম্পাদক উম্মে সালমা লীজা, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জহিরুল ইসলাম রিন্টু, সাধারণ সম্পাদক সাদেকুর রহমান পিয়াস, আদর্শ সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনিরুজ্জামান মনির, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক সহ ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ।
সিএন/৯০