জুড়ীতে কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময়

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকে।

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় জরুরী জীবিকায়ন সহায়তা কার্যক্রমের আওতায় “কমিউনিটি পর্যায়ে জীবিকায়ন প্রকল্পের উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সি.এন.আর.এস) এর বাস্তবায়নে ও বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউ.এফ.পি) এর সহযোগিতায় এবং ইউরোপীয়ন ইউনিয়ন (ই.ইউ) এর অর্থায়নে মঙ্গলবার (১৩ মে) পশ্চিম বাছিরপুর স্কুলটিলায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বন্যা আক্রান্ত পরিবারকে আয়বৃদ্ধিমূলক কাজের মাধ্যমে ও দক্ষতা উন্নয়ন করে জীবিকায়ন সক্রিয় করণে সহায়তা হিসেবে উপজেলার ১ হাজার ২৭ জন উপকারভোগীর মধ্যে ২০ হাজার টাকা করে মোট ২ কোটি ৫ লক্ষ ৪০ হাজার টাকা বিকাশের মাধ্যমে বিতরণ করা হয়। এসময় জলবায়ু সহিষ্ণু পদ্ধতিতে বিভিন্ন চাষাবাদ ও গবাদি পশু পালনের প্রদর্শনী দেখানো হয় এবং প্রকল্পের সফল ১২ জন উপকারভোগীর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানমালায় সভাপতিত্ব করেন পশ্চিমজুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা মনিরুজ্জামান, বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি মকছুদ আজাদ, সিএনআরএস এর প্রকল্প সমন্বয়কারী সৌরভ কান্তি রায়, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ আল শাহরিয়ার, নবপল্লব প্রকল্পের ফিল্ড ম্যানেজার তৌহিদুর রহমান , সিএনআরএস এর ট্রেনিং এন্ড বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মোঃ জসিম উদ্দিন তালুকদার, সিএনআরএস এর ফিল্ড মবিলাইজার সাবিত্রী চৌহান, স্বপন কুমার নাইডু, মোঃ ফারুক মিয়া, তালেব উদ্দিন, পুলক তালুকদার, মুন্নি দাস, উপকারভোগী লিপি রানী বিশ্বাস, হাজেরা বেগম।

 

মজ/অননিউজ২৪

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top