
কুড়িগ্রাম প্রতিনিধি।।
গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের ভুমিকা শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৩ জুন সোমবার সকাল ১১ টায় কুড়িগ্রাম সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন,কুড়িগ্রাম এর আয়োজনে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করন(৩য় পর্যায়)প্রকল্পের আওতায় স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় অধিনে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার জেলা প্রশাসক,নুসরাত সুলতানা। বিশেষ অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট বি এম কুরত এ খুদা, সমাজ সেবা কুড়িগ্রামের উপ-পরিচালক হাবিবুর রহমান, সহকারী কমিশনার মেজবাহ উদ্দিন, সাংবাদিক সায়েদ আহমেদ বাবু,প্রকল্পের জেলা ম্যানজার দৌলতুননেছা ছারাও সরকারি বেসরকারি এনজিও প্রতিনিধি সহ প্রিন্ট ও ইলোক্টনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এসময় জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় পর্যায়ে গ্রাম আদালত বিশেষ ভুমিকা পালন করে আসছে।