কুমিল্লায় বই মেলায় অষ্টম দিনে কবিতা, আবৃত্তি ও সংগীতে প্রাণবন্ত সাংস্কৃতিক আয়োজন

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত নয় দিনব্যাপী বই মেলার অষ্টম দিনটি কেটেছে কবিতা, আবৃত্তি ও মনোজ্ঞ সংগীত পরিবেশনায়। অনুষ্ঠানের শুরুতেই “কবিকণ্ঠে কবিতা পাঠ” অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নেন কুমিল্লার ছয়জন কবি।

স্বরচিত কবিতা পাঠ করে শ্রোতাদের মুগ্ধ করেন কবি ফাহিমা মজুমদার, মানসিব জুনায়েদ চৌধুরী, এস এ এম আল মামুন, জয়াশীস বণিক, ভূঁইয়া তাজুল ইসলাম এবং খায়রুল আহসান মানিক।

বিকেলের দিকে মেলার মঞ্চ জমে ওঠে দলীয় পরিবেশনায়। আজকের সাংস্কৃতিক আয়োজনে অংশগ্রহণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইন্সটিটিউট কেন্দ্র কুমিল্লা, ধ্বনি আবৃত্তি স্কুল ও আবৃত্তি চর্চা কেন্দ্র, কবিতাবৃত্ত কুমিল্লা এবং নটরাজ নৃত্যাঙ্গন। তাদের পরিবেশনায় আবৃত্তি, দলীয় গান ও নৃত্য পরিবেশনা দর্শকদের মনোযোগ আকর্ষণ করে।

এ ছাড়া একক সংগীত পরিবেশন করেন ওস্তাদ বাবুল কৃষ্ণ বিশ্বাস, শিউলি রায়, কেয়া মনি, বাউল রাসেল, সংগীতশিল্পী নাঈম, লালন রাসেল এবং রাবেয়া। তাদের ভিন্নধর্মী পরিবেশনা মেলার সাংস্কৃতিক আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো। বইপ্রেমী পাঠক, ছাত্রছাত্রী, সাংস্কৃতিক কর্মী ও আগত অতিথিদের উপস্থিতিতে অষ্টম দিনের আয়োজনটি হয়ে ওঠে জমজমাট।

শনিবার (০৬ ডিসেম্বর) শেষ হচ্ছে এ বই মেলা।

জেলা কালচারাল কর্মকর্তা এস এম টি কামরান হাসান বলেন, “জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত এই নয় দিনব্যাপী বইমেলা কুমিল্লার সংস্কৃতি চর্চাকে নতুন মাত্রা দিয়েছে। স্থানীয় কবি, সাহিত্যিক, আবৃত্তিশিল্পী ও সংগীতশিল্পীদের অংশগ্রহণে প্রতিদিনই মেলার পরিবেশ সমৃদ্ধ হচ্ছে। বইয়ের প্রতি মানুষের আগ্রহ বাড়াতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্থানীয় লেখক–শিল্পীদের মেলবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top