
কুমিল্লার লাকসাম উপজেলার আজগরা ইউনিয়নের বড়বাম আল-জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার গরুর খামারে ফের ডাকাতির ঘটনা ঘটেছে। গত তিন মাসে দুই দফায় এ খামার থেকে মোট ১২টি দুধেল গরু লুট হয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ২৫ লাখ টাকা।
সর্বশেষ ডাকাতি হয় গত শুক্রবার (১ নভেম্বর) ভোরে। দুইটি পিকআপে করে একদল সশস্ত্র ডাকাত মাদরাসায় ঢুকে শিক্ষক-শিক্ষার্থী ও কেয়ারটেকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। তারা শিক্ষকদের মারধর করে মোবাইল ফোন নিয়ে নেয় এবং খামারে ঢুকে একে একে ৫টি গরু গাড়িতে তুলে নেয়। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়।
এ ঘটনায় মাদরাসার শিক্ষক, ছাত্র ও কেয়ারটেকারসহ অন্তত আটজন আহত হয়েছেন।
মামলার বাদী শিক্ষক ইমরান হোসাইন বলেন, “খামারের আয় দিয়েই এতিমখানার সব খরচ চালানো হয়। তিন মাসে দুইবার ডাকাতি হওয়ায় আমরা বিপাকে পড়েছি।”
মাদরাসার প্রতিষ্ঠাতা শরীফুল আলম খন্দকার জানান, “খামারের বড় গরুগুলো লুট হয়ে গেছে। আগেও ৭টি গরু নিয়ে গিয়েছিল, এবার আরও ৫টি। এতে প্রতিষ্ঠান পরিচালনা কঠিন হয়ে পড়েছে।”
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, “গরু উদ্ধারে এবং ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে। মাদরাসা শিক্ষক ইমরান হোসাইন বাদী হয়ে থানায় মামলা করেছেন।”
সূত্রঃ বিডি24লাইভ
আই/অননিউজ২৪।।



