মুরাদনগরে ধর্ম নিয়ে কটূক্তি: একজন গ্রেফতার

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার মুরাদনগর উপজেলায় ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন উপজেলার যাত্রাপুর গ্রামের বাসিন্দা ও যাত্রাপুর একে উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য ও উপজেলা জাসাস এর যুগ্ম আহবায়ক মো. শাহীন। অভিযোগ রয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)–এর স্ত্রীদের নিয়ে কটূক্তিমূলক পোস্ট দেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে মো. শাহীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ওই পোস্ট দেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা প্রতিবাদ জানালে বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে আসে।

এরই পরিপ্রেক্ষিতে সোমবার(১৯ জানুয়ারি) বিকেলে মুরাদনগর থানা পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামিল হাসান খান জানান, সৈয়দ শাহীনকে জিজ্ঞেসবাদের জন্য নিয়ে আসা হয়েছে। এঘটনা সাথে কোন বিদেশি সংস্থা জড়িত আছে কি না খতিয়ে দেখছি। সামাজিক সম্প্রীতি রক্ষায় এ ধরনের ঘটনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১  
Scroll to Top