সোনাগাজীতে অন্ত:স্বত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

Share on facebook
Share on twitter
Share on linkedin

সোনাগাজী, ফেনী প্রতিনিধি।।
ফেনীর সোনাগাজীতে শুক্রবার জাহানারা আক্তার পপি (২২) নামে আট মাসের অন্ত:স্বত্ত্বা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ময়না তদন্ত শেষে শনিবার সন্ধ্যায় পারিবারিক কবরাস্থানে তাকে দাফন করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ২০১৮ সালে মতিগঞ্জ ইউনিয়নের স্বরাজপুর গ্রামের নিজাম উদ্দিনের কন্যা জাহানার আক্তার পপির সঙ্গে সোনাগাজী পৌরসভার পশ্চিম তুলাতলি গ্রামের আবু ইউছুপের ছেলে সৌদি আরব প্রবাসী আবু জাহেদের বিয়ে হয়ে। তাদের ঘরে চার বছর বয়সী একটি পুত্র সন্তান রয়েছে।

পপির ভাই আবদুল্লাহ আল নোমান বলেন, তার বোনের শ্বশুর আবু ইউছুপ, শ্বাশুড়ি শাহানা আক্তার ও ননদ লাভলী আক্তার পারিবারিক কলহের কারণে তার বোনকে দীর্ঘ দিন যাবৎ শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছে।

বৃহস্পতিবার রাতে যে কোন সময় তার বোনকে হত্যা করে লাশ ঝুলিয়ে দিয়ে তারা পালিয়ে যায়। সকালে খবর পেয়ে পুলিশ তার বোনের লাশ উদ্ধার করে।

সোনাগাজী মডেল থানার ওসি হাসান ইমাম পপির ঝুলন্ত লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের ময়না তদন্ত করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top