আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, সকাল ১০:১৪

তেল জাতিয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচগড়া গ্রামের ফসলি মাঠে ২০২২-২০২৩ বছরে রবি মৌসুম তেল জাতিয় ফসলের উৎপাদন বৃদ্ধির আওতায় সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে ইউনিয়নের কৃষান-কৃষানিদেরকে নিয়ে ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যরাখেন, কুমিল্লা অঞ্চল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃআক্তারুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্য কৃষিবিদ মোঃ আক্তারুজ্জামান বলেন, ভোজ্য তেল আমদানিতে আমাদের দেশ থেকে প্রায় ২৬ হাজার কোটি টাকা চলে যাচ্ছে। তাই আমদানি খরচ কমাতে সরিষা উৎপাদনে কৃষককে সরকার প্রনদনা দিয়ে উৎসাহী করছেন। যার ফলে প্রতিটা ইউনিয়নে কৃষিস্প্রসার অধিদপ্তরের মাধ্যমে উন্নত জাতের সরিষা বীজ, সার, নগদ অর্থসহ নানা ধরনের পরামর্শ দিয়ে আসছেন। আমাদের দেশে ভোজ্য তেলের চাহিদা ২৪ লাখ টন সেখানে আমরা উৎপাদন করছি ৩ লাখ টন অর্থাৎ চাহিদার ১২% আমরা দেশের কৃষি ক্ষাত থেকে পাচ্ছি। সরকার ২৫ সালের মধ্যে ভোজ্য তেল ৪০% বৃদ্ধির লক্ষ্যে কাজ করছে।

তিনি কৃষকদের উদ্দ্যেশে আরো বলেন, আপনাদেরকে এই অগ্রযাত্রায় সরিষা উৎপাদনে অগ্রণী ভুমিকা পালন করতে হবে। এসময় তিনি কৃষি কাজে কারিগরি বিষয় নিয়ে বিষদ আলোচনা করেন।

মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুর সভাপত্বিতে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্ল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের তেলবীজ প্রত্যয়ন কর্মকর্তা মোঃ এহতে সাম রাসূল হায়দার, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের, কুমিল্ল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ কুতুব উদ্দিন।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা নুরে আলমের উপস্থাপনায় সভায় আরো বক্তব্য রাখেন, উপসহকারি কৃষি কর্মকর্তা মোঃ শাম মিয়া,ইউপি সদস্য সেলিম মুন্সী, ও কৃষক হুমায়ন কবির। অন্যানদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, মানব জমিনের সাংবদিক আবুল কালাম আজাদ, অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন কৃষক আমজাদ হোসেন।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top