দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সা‌থে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেবিদ্বার, কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় করেছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। শুক্রবার বিকেলে উৎসব কমিউনিটি সেন্টারে এই মতবিনিময় সভা হয়। প্রেসক্লাবের সভাপতি সৈয়দ খলিলুর রহমান বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ।

অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বক্তব্য রাখেন, দেবিদ্বার পৌর আওয়ামী লীগের সভাপতি আবুল কাসেম চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা ন্যাপের সভাপতি অনিল চক্রবর্তী, কুমিল্লা উত্তর জেলা যুবলীগ নেতা মামুনুর রশিদ, দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মমিনুর রহমান বুলবুল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুদীপ চন্দ্র রায়, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ওমর ফারুক মুন্সী, দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ উল্লাহ ভূইয়া সোহাগ, কাউসার হায়দার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এম‌পি বলেন, উপজেলা প্রেসক্লাব এক‌টি ঐ‌তিহ‌্যবাহী ও প্রাচীন সাংবা‌দিক সংগঠন। এ ক্লা‌বের সদস্যদের হাত ধরে দেবিদ্বারের সাংবাদিকতা দেশব‌্যাপী সুনাম অর্জন ক‌রে‌ছে যা বস্তু‌নিষ্ঠ সংবাদ প‌রি‌বেশ‌নের মাধ‌্যমে আ‌রো বহুদূর ছ‌ড়ি‌য়ে পড়‌বে। আ‌মি আশা ক‌রি আপনারা বরাব‌রের মত সব সময় সত্যের পক্ষে থাকবেন। সমাজের সকল অনিয়ম, বিশৃঙ্খলা ও দুর্নীতিসহ যাবতীয় বিষয়গুলো সংবাদ মাধ‌্যমে তুলে ধরবেন। সত‌্য ও ন‌্যায় প্রতিষ্ঠার লড়াই‌য়ে আমি সব সময় আপনাদের পাশে থাকার চেষ্টা করব। সু‌খি, সমৃদ্ধ স্মার্ট দে‌বিদ্বার গ‌ড়ে তুল‌তে আ‌মিও আপনা‌দের সহ‌যোগীতা চাই।

এসকেডি/অননিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top