মুরাদনগর প্রতিনিধি।।
কুমিল্লার মুরাদনগরে পাহাড়পুর ইউনিয়নের বাশকাইট (পশ্চিম পাড়া) গ্রামে একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার দুপুরে আলম মেম্বারের বাড়িতে সুরুজ মিয়ার পুকুরের ঘাটলায় গোসল করতে গিয়ে এমন দুর্ঘটনা শিকার হন শিশু গুলো।
মৃত আমেনা খাতুন (১২) ও সামিয়া আক্তার (৬) সালাম মিয়া ও রহিমা বেগমের মেয়ে। অপর আরেক শিশু সাদিয়া আক্তার (৭) একই বাড়ির কাউসার মিয়া ও সীমা আক্তারের মেয়ে। এক পরিবারে তিন শিশু পানিতে পড়ে মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের মাতম বইছে। স্বজনদের আহাজারিতে চোখের জল ফেলছেন দেখতে আসা কয়েক গ্রামের মানুষেরা।
স্বজনদের কাছ থেকে জানা যায়, দুপুর বেলা গোসল করতে গিয়ে ফিরতে দেরি হওয়ায় তাদের খুঁজতে গিয়ে দেখে পুকুর ঘাটে শিশুদের জুতা পরে আছে। তারপর পানিতে নেমে খোঁজাখুঁজি করে শিশু তিন জনের মৃতদেহ উদ্ধার করে বাড়ীর লোকজন।
সিএন/৯০