আজ ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ, দুপুর ১২:৪৬

বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত নয় বগি উদ্ধার, চলাচল স্বাভাবিক

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাইফুল ইসলাম।।
দুর্ঘটনার তিনদিন পর কুমিল্লায় নাঙ্গলকোটে বিজয় এক্সপ্রেসের লাইনচ্যুত নয় বগির সবগুলো উদ্ধার করা হয়েছে। বুধবার মধ্যরাতে সবকটি বগি উদ্ধার করা হয়। এরপর ঢাকা-চট্টগ্রাম রুটের আপ ও ডাউন দুই লাইনে স্বাভাবিক গতিতে ট্রেন চলাচল চলছে। এর আগে শুধু ডাউন লাইনে ট্রেন চলাচল করছিল। এদিকে, রাতে হাসানপুর রেল স্টেশনের লুপ লাইনে উদ্ধারকারী ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হয়। এটি এখনও উদ্ধার করা হয়নি।

এছাড়া বিজয় এক্সপ্রেস উদ্ধারের সময় গুরুতর আহত হয়েছে এক রেল কর্মী তার একটি পা মারাত্মক জখম হয়েছে। ঢাকার জাতীয় পক্ষাঘাত হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে। এর আগে গেল রোববার দুপুরে চট্টগ্রাম থেকে জামালপুরগামী আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের নয়টি বগি লাইনচ্যুত হয়। পরে ফিস প্লেট খুলে নেয়ার অভিযোগে রেলওয়ের বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় গ্রেফতার করা হয় চার জনকে।

রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী রিটন চাকমা বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় সোমবার মামলাটি দায়ের করেন। আটককৃত কিশোরদেরকে মঙ্গলবার (১৯ মার্চ) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এসকেডি/অননিউজ

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top