ব্রাহ্মণবাড়িয়ায় মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে বাবা খুন, আটক ছেলে

Share on facebook
Share on twitter
Share on linkedin

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলামের হাতে আক্তার মিয়া (৭০) বৃদ্ধ বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার পত্তন ইউনিয়নের পত্তর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আক্তার মিয়া পত্তন ইউনিয়নের পত্তন গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

পরিবারের বরাত দিয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, নিহত আক্তার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় তারই মানসিক ভারসাম্যহীন ছেলে সাইফুল ইসলাম বাড়ীর সামনে দাঁ বা ছুড়ি দিয়ে কুপিয়ে আহত করেন। পরে আহত অবস্থায় পড়ে থাকলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক আক্তার হোসেনকে মৃত ঘোষনা করেন। ওনার শরীরের বুকের ডান পাশে এবং মাথার পিছনে আঘাতের চিহ্ন রয়েছে। ভারসাম্যহীন ছেলে তার বাবাকে বাবা বলে স্বীকার করতেন না। এই ধারনা থেকে পরিবার জানিয়েছে ছেলে সাইফুল ইসলাম এই ঘটনা ঘটাতে পারে।

তিনি আরো বলেন, ঘটনার পর পরই ঘাতক ছেলেকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত আরো জানা যাবে।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top