মুরাদনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

মুরাদনগর প্রতিনিধি।।
‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ- বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক জমকালো অনুষ্ঠানের মধ্যদিয়ে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।

বুধবার সকালে এ উপলক্ষে একটি বর্নাঢ্য র‌্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোর।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কাজী জিকরুর রহমান, সফল উদ্যোক্তা নুসরাত জাহান সুমাইয়া। উপজেলা সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় র‌্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার-পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আবদুল আউয়াল খন্দকার, উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমা আক্তার, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জসিম উদ্দিন, যুব উন্নয়ন দপ্তরের ক্যাশিয়ার জানে আলম ও অফিস সহকারী বাবুল পাটোয়ারী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন, প্রশিক্ষিত যুবক বিল্লাল হোসেন।

আলোচনা সভা শেষে প্রশিক্ষিত যুব ও যুব মহিলাদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণের সনদ ও প্রশিক্ষণের ভাতা বিতরণ করা হয়।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top