মুরাদনগর গোল্ডকাপ ফুটবল গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন ফরদাবাদ একাদশ

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাজ্জাদ হোসেন (মুরাদনগর) কুমিল্লা

কুমিল্লার মুরাদনগরে জাহাঙ্গীর আলম সরকার লাখ টাকার গোল্ডকাপ ফুটবল গ্র্যান্ড ফাইনালে চ্যাম্পিয়ন ফরদাবাদ একাদশকে পুরস্কার তুলে দিচ্ছেন,কুমিল্লা-৬(সদর) আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার।

জাহাঙ্গীর আলম সরকার লাখ টাকার ফুটবল টুর্নামেন্টে ফরদাবাদ একাদশ চ্যাম্পিয়ন সাজ্জাদ হোসেন, কুমিল্লার মুরাদনগরে জাহাঙ্গীর আলম সরকার লাখ টাকার গোল্ডকাপ ফুটবল গ্র্যান্ড ফাইনাল শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বি-চাপিতলা পদ্মপাল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় পিপড়িয়া একাদশকে ট্রাইবেকারে ৫-৪ গোলে হারিয়ে ফরদাবাদ একাদশ চ্যাম্পিয়নের গৌরব আর্জণ করে।

খেলাটি উদ্বোধন করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ¦ জাহাঙ্গীর আলম সরকার এমপি। এতে বিশেষ অতিথি ছিলেন, কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনের এমপি অধ্যক্ষ আবদুল মজিদ ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের এমপি আবুল কালাম আজাদ।
খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা-৬ (সদর) আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ. ক. ম বাহাউদ্দিন বাহার।

উপজেলা চেয়ারম্যান ড. আহসানুল আলম সরকার কিশোরের সভাপতিত্বে খেলার আয়োজক আল-আমিন সরকারের উপস্থাপনায় উক্ত খেলায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, মেঘনা উপজেলা চেয়ারম্যান তাইজুল ইসলাম তাজ, কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, কুমিল্লা উত্তর জেলা কৃষক লীগের আহবায়ক পার্থ সারথী দত্ত, দাউদকান্দি পৌরসভার মেয়র নাঈম ইউসুফ সেইন, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রহমান শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান মজুমদার, আওয়ামীলীগ নেতা মাশুকুল ইসলাম মাশুক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, আবুল কালাম আজাদ, অধ্যাপক কাজী তুফরীজ এটন, গোলাম কিবরিয়া খোকন, ইকবাল সরকার, শেখ জাকির হোসেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান ও সাংবাদিক সাজ্জাদ হোসেন প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top