এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন সোনাগাজীর গৃহবধূ আমেনা

Share on facebook
Share on twitter
Share on linkedin

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
এক সঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন ফেনীর সোনাগাজীর বিবি আমেনা (২৫) নামে এক গৃহবধূ। তিনি উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের শুক্কুর হাফেজের বাড়ির ওমান প্রবাসী আবু ইউসুফের স্ত্রী। শনিবার দুপুরে ফেনী শহরের সোনাগাজী বাসস্ট্যান্ডের পাশে অবস্থিত রয়েল হাসপাতালে সিজার অপারেশনের মাধ্যমে সন্তানগুলো ভূমিষ্ট হয়। এতে তার পরিবারে খুশির জোয়ার বইছে বলে জানা গেছে। প্রসুতি বিবি আমেনা ও হাসপাতাল সূত্র জানায়, গাইনি বিশেষজ্ঞ সার্জন ডা. নূরে আখতার সুমির তত্বাবধানে শনিবার সাকলে ওই হাসপাতালে ভর্তি হন আমেনা। আল্টাসনোগ্রাফি করার মাধ্যমে তার গর্ভে তিন সন্তান নিশ্চিত হন ডাক্তার। দুপুরে পরিবারের সম্মতিতে বিবি আমেনাকে সিজার অপারেশন করেন ডা. নূরে আখতার সুমি ও এনেস্থিসিয়া প্রদান করেন ডা.আসিফ ইকবাল। এসময় দুটি ছেলে ও একটি কন্যা সন্তান প্রসব করেন আমেনা। নবজাতকরা সহ তিনি পুরোপুরি সুস্থ আছেন।
হাসপাতালেটির চেয়ারম্যান মাহতাবুর রশিদরচৌধুরী বলেন, এই হাসপাতালে অতিযত্মসহকারে প্রসুতির ডেলিভারি করা হয়েছে। চিকিৎসক এবং হাসপাতাল কর্তৃপক্ষের ঐকান্তিক প্রচেষ্টায় প্রসুতি ও নবজাতকরা মহান আল্লাহর রহমতে সুস্থ আছেন। তাদেরকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১  
Scroll to Top