
কুড়িগ্রাম প্রতিনিধি।।
কুড়িগ্রামে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে এবং গাড়ির বৌধ কাগজ পত্র না থাকায় কুড়িগ্রামে অভিযান চালিয়েছে সেনাবাহিনী । পরে আহসান নামক দুইটি বাসে আর্থিক জরিমানা করে। রবিবার শহরের শাপলা চত্বরে ঢাকাগামী বাসস্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সেনাবাহিনীর কুড়িগ্রাম ক্যাপ্টেন খালিদসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানে বাসের ভাড়া অতিরিক্ত নেয়ায় আহসান এন্টারপ্রাইজ নামক দুটি বাসে নগদ ৫ হাজার ও জরিমানা করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর কুড়িগ্রামের ক্যাপ্টেন খালিদ জানান, ঈদ পরবতী’ ঢাকাগামী যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াতে এবং হয়রানি কমানোর জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যাত্রী দের নিকট অতিরিক্ত ভারা আদায়ে তা ফেরত নিয়ে যাত্রী দের মাঝে ফিরিয়ে দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন খালিদ। অতিরিক্ত ভারা ফেরত পেয়ে সাধারণ যাত্রীরা সেনাবাহিনীকে ধন্যবাদ প্রদান করেন।