কুমিল্লায় ট্রেনের কাটা পড়ে ৭ জন নিহত; আহত ১ জন

Share on facebook
Share on twitter
Share on linkedin

আহসানুজ্জামান সোহেল, (বুড়িচং) কুমিল্লা।।
ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর বুড়িচং সড়কের রেল ক্রসিং এ ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার ৭ যাত্রী নিহত হয়েছে, এতে আহত হয়েছে আরো ১ জন।
মঙ্গলবার সকাল ১০ টায় কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে।
নিহতের বিষয়ে নিশ্চিত করে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল দশটায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়।
ট্রেনের ধাক্কায় অটোরিকশায় থাকা ৪ যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়া হাসপাতালে নেয়ার পথে আরো ৩ যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরো ১ জন।

নিহতরা হলো বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের নিহতদের তালিকা
১/আলী আহামদ ৭৭ পিতা মৃত: মনসুর আলী সাং বাকশিমুল উত্তরপাড়া
২/শাহিনুর আক্তার ৩৩ স্বামী মনির হোসেন সাং বাকশিমুল পূর্বপাড়া
৩/রফিজ আলী ৬৫ পিতা মৃত আজমত আলী সাং ক্ষুধাইধুলি
৪/সফরজান বেগম ৬৫ মোহাম্মদ আলী আশরাফ খান বাকশিমুল মির্জাপুকুর পাড়।
৫/লুৎফা বেগ ৬০ স্বামী মৃত আব্দুল মালেক সাং বাঘ শিমুল উত্তরপাড়া
৬/শাহজাহান (অটোচালক) ৪০ তৈয়ব আলী বাকশিমুল উত্তরপাড়া
৭/হোসনেয়ারা ৬০ স্বামী মৃত ফজলু সাং খুদাই ধুলি
ওসি আজিজুল হক জানান, সকাল সাড়ে ১০টার দিকে ওই এলাকার রেলক্রসিং পার হওয়ার সময় যাত্রীবাহী অটোরিকশাটিকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। এ ছাড়া হাসপাতালে নেওয়ার পথে আরও তিন যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন একজন।

দুর্ঘটনাকবলিত অটোরিকশার যন্ত্রাংশ পড়ে আছে রেললাইনের মাঝখানে। আজ ঢাকা-চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেলক্রসিং এলাকায় দুর্ঘটনাস্থলে রেলওয়ের কোনো বৈধ লেভেল ক্রসিং নেই বলে জানান লাকসাম রেলওয়ে থানার ওসি এমরান হোসেন। তিনি বলেন, ‘যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেই লেভেল ক্রসিংটি অবৈধ। ট্রেন আসার বিষয়টি বুঝতে না পেরে হঠাৎ রেললাইনে উঠে পড়েন অটোরিকশাচালক। এতে করে ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আমরা ঘটনাস্থলে একজনের মরদেহ পেয়েছি। বাকিদের মরদেহ স্বজনেরা নিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরো জানান, ট্রেনের ধাক্কায় নিহতদের দেহ ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে গেছে। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষ করবেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
Scroll to Top