কুমিল্লা প্রতিনিধি।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আওয়ামীলীগ সরকারের পতনের দিন কুমিল্লা শহরের তালপুকুর পাড়ে সশস্ত্র হামলা ও গুলিতে আহত হওয়ার ঘটনায় সাইফুল আলম রনিকে প্রধান আসামী করে অন্তত ১১২ জনের নাম উল্লেখ করে আরো ২০ জন অজ্ঞাতনামা ব্যক্তির নামে মামলা দায়ের করা হয়েছে। কুমিল্লার রামঘাটের ওয়াজি উল্লাহর ছেলে মো: মানিক বাদি হয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানায় এ মামলা দায়ের করেন। ৬ সেপ্টেম্বর সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কুমিল্লা কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ও অফিসার (তদন্ত) শিবেন বিশ্বাস। কোতয়ালী মডেল থানার এসআই নুরুল হাকিমকে মামলাটি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়েছে।
মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট বিকাল অনুমান সাড়ে ৫টায় কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন কুসিক ১০নং ওয়ার্ডস্থ তালপুকুর পশ্চিম পাড় পাকা রাস্তার উপর পৌছামাত্র ০১ নং আসামী সাইফুল আলম রনির নির্দেশে অপরাপর আসামীরা বেআইনী জনতাবদ্ধে দলবদ্ধ হয়ে ধারালো অস্ত্র প্রদর্শন করে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র দিয়া গুলি করে ০১ নং সাক্ষী ফাহিম ইসলাম রুমান এর পিঠের ডান পার্শ্বে গুলিবিদ্ধ গুরুতর জখম করে। ০৩ নং বিবাদী তৌফিক কিবরিয়া সেতু হত্যার উদ্দেশ্যে রুমান এর গলা টিপিয়া ধরে শ্বাসরুদ্ধ করে হত্যার চেষ্টা করে। আসামীরা তাদের হাতে থাকা ককটেল বিস্ফোরন ঘটাইয়া ও আগ্নেয়াস্ত্র দিয়া এলোপাথারী গুলি বর্ষন করে জনমনে ত্রাস ও আতংক সৃষ্টি করে হত্যার ভয়ভীতি দেখাতে থাকে। তখন আশপাশের লোকজন ওখান উপস্থিত হলে আসামীরা দিক বেদিকে দ্রুত দৌড়াইয়া পলায়ন করে।
মামলায় যাদের আসামী করা হয় তারা হলেন-
১। সাইফুল আলম রনি(৪৮), পিতা-মৃত-আব্দুল হালিম, ২। সুজন দত্ত(৩২), পিতা-চন্দন দত্ত, তা তৌফিক কিবরিয়া প্র: সেতু(৩৪), পিতা-সাবের কাদরীয়া হিদ, ৪। শাকিল (৩২), পিতা-দুলাল, ৫। সৈকত (৩০), পিতা-দুলাল, ৬। সুজন @ ছোট । সুজন(৩০), পিতা-অজ্ঞাত, ৭। অজয়(৩০), পিতা- বলোয়ার, ৮। অতুল দত্ত (২৩), পিতা-চয়ন দত্ত, ৯। বিশাল দত্ত (২১), পিতা-চয়ন দত্ত, সর্ব সাং- তালপুকুর পাড়, ১০। অহি(৩০), ১১। আকিব(৩২), উভয় পিতা-জমির উদ্দিন খান জম্পি, সাং-স বাগিচাগাও, ১২। সঞ্জীত কর(৪০), পিতা- পন্তুষ কর, সাং-বাগিচাগাও, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১৩। সালেহ আহম্মদ রাসেল(৪৫), পিতা-মৃত সেকান্দার মাষ্টার, সাং-জামিরা, থানা- লালমাই, জেলা-কুমিল্লা, ১৪। এম ডি রাজিব(৩৮), ১৫। সুমন (৪২), উভয় পিতা-মৃত এম.ডি মুরাদ, সাং-মোগলটুলি (শাহসুজা মসজিদ গলি), ১৬। মুজাহিদ (২১), পিতা-আমির হোসেন, সাং-সাতরা চম্পক নগর, ১৭। চয়ন দত্ত(৫২), পিতা-অজ্ঞাত, সাং-সাতরা চম্পক নগর, ১৮। জমির উদ্দিন খান জম্পি(৫৫), পিতা-চান মিয়া, সাং-বাগিচাঁগাও, ১৯। শুভ দত্ত(৩০), পিতা-চয়ন দত্ত, সাং-বাগিচাগাও, ২০। শাওন (৩০), পিতা-ঝন্টু, সাং-বাগিচাঁগাও, ২১। সোহেল টেইলার(৪০), পিতা-রফিক, সাং- বাগিচাগাও, ২২। মঞ্জু(৪৮), পিতা-আবুল কাশেম, সাং-বাগিচাঁগাও, ২৩। আলী মনসুর ফারুক(৫৭), পিতা-মৃত আলী আকবর, সাং-ঠাকুরপাড়া, ২৪। পিচ্চি জালাল (৩৮), পিতা-অজ্ঞাত, সাং-দৌলতপুর পশ্চিমপাড়া, ২৫। উদিত(৩১), পিতা-অজ্ঞাত, সাং- ঠাকুরপাড়া (মদিনা মসজিদ রোড), ২৬। রুদ্র দাস(৩০), পিতা-স্বপন দাস, সাং-রামঘাট (আওয়ামীলীগ পার্টি অফিস সংলগ্ন), ২৭। ইমরান নাজির আবির (২৮), পিতা-আলমগীর, সাং- দৌলতপুর (ছায়াবিজ্ঞান), সর্ব থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা ২৮। মোস্তাফা (৫০), পিতা- আদম আলী, সাং-মধ্যম আশ্রাফপুর, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ২৯। সাদেকুর রহমান পিয়াস (৩৮), পিতা-জালু মিয়া, সাং- ঝাউতলা, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩০। মোশারফ হোসেন মুন (৩২)-মহানগর ছাত্রলীগ এর সাধারন সম্পাদক, পিতা-হাজী আদম আলী, সাং-ইপিজেড রোড, ২১নং ওয়ার্ড, থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৩১। শাহ আলম (৪৮), পিতা-মৃত- সিদ্দিকুর রহমান, সাং- দৌলতপুর ৩২। প্রিতম দে(২৬), পিতা-নুপুর চন্দ্র দে, সাং-তেলিকোনা সাহাপাড়া, কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৩৩। মারুফ ইসলাম, পিতা-নবীউল্লাহ সাং-কংশনগর, থানা- বুড়িচং, জেলা-কুমিল্লা, ৩৪। কৃষেন্দ্র রায় সানি(২৮), পিতা-কানু, সাং-দৌলতপুর ৩৫। রানা(৩০), পিতা- অজ্ঞাত, সাং-ছোটরা, ৩৬। নয়ন দত্ত(৩৫), পিতা- শ্যামল দত্ত, সাং-ঠাকুরপাড়া (মদিনা মসজিদ), ৩৭। শহিদুল ইসলাম চপল(৪৭), পিতা-রফিকুল ইসলাম, সাং-ধর্মপুর, ৩৮। জহিরুল ইসলাম (৪৪), পিতা মৃত-আব্দুল বারেক, সাং-ধর্মপুর, ৩৯। মোঃ রাপ্তি(৩০), পিতা-মৃত মনির খান, সাং-পশ্চিম বাগিচাঁগাও ৪০। মোঃ এনাম(৩০), পিতা-খোকন, সাং-পশ্চিম বাগিচাঁগাও, ৪১। রাকিব (৩০), পিতা- আব্দুল সালাম আজাদ, সাং-পূর্ব চানপুর, ৪২। ইউসুফ(৩৮), পিতা-মৃত আব্দুল হাকিম @ মেরা মিয়া, সাং-শুভপুর, ৪৩। সুমন (৩৮), পিতা-শুনু মিয়া, সাং-পূর্ব চানপুর, ৪৪। জুয়েল(৩৬), পিতা- মাশুক মিয়া, সাং-পূর্ব চানপুর, ৪৫। জুয়েল মিয়া (৪০), পিতা-মালা মিয়া, সাং-থিরা পুকুর পাড়, ৪৬। কাউছার (৪৫), পিতা- কাদের মিয়া, সাং-খিরা পুকর পাড় ৪৭। কবির আহম্মেদ (৪২) পিতা-মৃত জাহাঙ্গীর আলম, সাং-গোবিন্দপুর খলিফা বাড়ী ৪৮। মোঃ আবু ইউসুফ ইফতেখার দিপু (৪০), পিতা- মৃত মহিউদ্দিন ফুল, সাং-গোবিন্দপুর খলিফা বাড়ী ৪৯। আমিনুল হক চেয়ারম্যান (৬৫) পিতা- মৃত আব্দুল লতিফ প্রকাশ লাল মিয়া, সাং-ধর্মপুর পশ্চিম চৌমুহনী ৫০। মোঃ শাহআলম (৪৫) পিতা-আব্দুর রব, সাং-ছোটরা, ৫১। মোঃ ফখরুল আবেদীন হৃদয়(৩০), পিতা-জয়নাল আবেদীন, সাং-২য় মুরাদপুর, ৫২। মাসুদুর রহমান মাসুদ- সাবেক কাউন্সিলর (৪৭), পিতা-মৃত আব্দুল আজিজ, সাং-ছোটরা, ৫৩। শাহআলম খান কাউন্সিলর(৬৫), পিতা-মৃত মজিব খান, সাং- অশোকতলা, ৫৪। নয়ন ওরফে কালা (৪০), পিতা- ইউসুফ মিয়া, সাং-অশোকতলা, সর্বথানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৫৫। হোসেন মিয়া(৪৫), পিতা-আব্দুল হাকিম, সাং-নেউরা, ৫৬। আলাউদ্দিন প্রকাশ জুনাল (৩০), পিতা-জালাল উদ্দিন, সাং-রাজাপাড়া, ৫৭। রুবেল (৩৪) পিতা- বিল্লাল মিয়া, সাং-রাজাপাড়া, ৫৮। আলমগীর হোসেন(৪৫), পিতা-মৃত ফজলু মিয়া, সাং-রাজাপাড়া, সর্ব থানা-সদর দক্ষিন মডেল, জেলা- কুমিল্লা, ৫৯। ফখরুল ইসলাম রুবেল(৪৩), পিতা- মৃত আবুল বারেক, সাং-ধর্মপুর, ৬০। ইব্রাহিম খলিল জনি(৩৮), পিতা-মৃত হোসেন ড্রাইভার, সাং- ধর্মপুর, ৬১। সালাউদ্দিন কানু(৩৯), পিতা-মৃত মোসলেম মিয়া, সাং-কালিকাপুর, ৬২। আশিকুল আলম আশিক (৩২), পিতা-আলমগীর হোসেন, সাং-ধর্মপুর, ৬৩। সোহেল (৩৫), পিতা- মোস্তফা মিয়া, সাং-ধর্মপুর, ৬৪। সাব্বির (৩৫), পিতা-মৃত মেহের আলী, সাং-ধর্মপুর, ৬৫। শাহজাহান ওরফে শামু(৪৮), পিতা-মৃত আবেদ আলী, সাং-ধর্মপুর, কলেজ রোড, ৬৬। কাইয়ুম (৪০), পিতা-মৃত শফিক মিয়া, সাং-ধর্মপুর(গাজী বাড়ী), ৬৭। বাবুল(৩৫), পিতা-অজ্ঞাত, সাং-ধর্মপুর, সর্দার বাড়ী, ৬৮। মোঃ হুমায়ন (৩৮), পিতা-মৃত আব্দুল মতিন, সাং-খেতাসার, ৬৯। মোঃ হান্নান (৩২), পিতা-মৃত আব্দুল মতীন, সাং-খেতাসার, ৭০। আমির হোসেন(৩৭), পিতা-রফিকুল ইসলাম, সাং- খেতাসার, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা- কুমিল্লা, ৭১। মামুন (৩৫), পিতা-ফরিদ মিয়া, সাং- নেউরা, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৭২। নাজমুল হাসান চৌধুরী ওরফে কামাল (৩৫), পিতা-মৃত বারু চৌধুরী, সাং-ডুমুরিয়া চানপুর, থানা- কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৭৩। শ্বেত লিটন ওরফে বোমা লিটন (৪২), পিতা-আব্দুল কাদের, সাং-ডুলিপাড়া, থানা-সদর দক্ষিন মডেল, জেলা- কুমিল্লা, ৭৪। মীর কাসেম (৪৫), পিতা-মৃত নাসির উদ্দিন, সাং-নেউরা, থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৭৫। ইকরামুল ইসলাম ওরফে রুবেল (৪৫), পিতা-ঝারু মিয়া, সাং-ছোটরা মধ্যপাড়া, ৭৬। মোঃ রফিকুল ইসলাম (৩৯), পিতা- নুরুল ইসলাম, সাং-ছোটরা পশ্চিমপাড়া, ৭৭। মোঃ শাহীন মিয়া (৪৫), পিতা-আব্দুল করিম, সাং-ছোটরা পশ্চিমপাড়া, ৭৮। মোঃ উজ্জল মিয়া(৩৯), পিতা- মোঃ মোতাহের, সাং-ছোটরা পশ্চিমপাড়া, পুরাতন ডিসি রোড, ৭৯। মোঃ তানভীর হোসেন অন্তর(২২), পিতা-মোঃ জাহাঙ্গীর আলম, সাং- ছোটরা পশ্চিমপাড়া, ৮০। মোঃ শাহ কামাল উদ্দিন সামি(২২),পিতা-মোঃ শাহজাহান, সাং- ছোটরা, সাজেদা ভিলা, ৬০৯/১০, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ৮১। শাহজাহান মঞ্জু(৫৫), পিতা-আব্দুল মতীন, সাং-ধনাইতরী, ৮২। আবু আহাদ মঞ্জু(৩৮), পিতা-আব্দুল মতিন মঞ্জু, সাং- ধনাইতরী, ৮৩। মামুন মজুমদার (৫৫), পিতা-মৃত জয়নাল আবদীন, সাং-ঢুলিপাড়া, ৮৪। আকবর হোসেন(৪৪), পিতা-তাজুল ইসলাম, সাং-নেউরা, ৮৫। এনামুল হক টিপু(৪৫), পিতা-খালেক, সাং- নেউরা, ৮৬। প্রফেসর মহসিন (৫৫), পিতা-মৃত আব্দুল কাশেম, সাং-ঢুলিপাড়া, সর্ব থানা-সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ৮৭। কাবিল মেম্বার(৪৮), পিতা-মুশু খান, সাং-গোলাবাড়ী, পাচথুবী ইউপি, ৮৮। মোখলেছ (৪৫), পিতা- অজ্ঞাত, সাং-মোগলটুলী, ৮৯। এ.এস.এম খাইরুল মামুন(৪৮), পিতা-মৃত আব্দুল বাতেন, সাং- টমছমব্রীজ, ৯০। মৃদল দাস (২৮), পিতা-মৃত । সুকুমার চন্দ্র দাস, সাং-ঠাকুরপাড়া, ৯১। গোলাম হোসেন তপন (৩৫)-সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি, পিতা-ফজল মিয়া, সাং-ভাটপাড়া, ৯২। জামাল মিয়া(৩৮), পিতা-মৃত কাসেম মিয়া, সাং- বদরপুর, ৯৩। রিপন মিয়া(৪২), পিতা-মৃত অহিদ মিয়া, সাং-বদরপুর, ৯৪। স্বপ্নীল (৩৫), পিতা-মনির, সাং- কাপ্তান বাজার, ৯৫। মনির (৪২) শ্রমিক লীগের সভাপতি, পিতা-মৃত মহারাজ, সাং- বাগিচাঁগাও, ৯৬। রিদা(২৪), পিতা-মৃত মনির খান, সাং-বাগিচাঁগাও, ৯৭। আলমগীর হোসেন (৬০), পিতা-মৃত চান মিয়া, সাং-সৈয়দপুর ৯৮। মোঃ ফরহাদ হোসেন (৫০), পিতা-আব্দুল করিম, সাং- সৈয়দপুর, ৯৯। মোঃ জসিম উদ্দিন মুহুরী(৪৫), পিতা-অলি আহম্মেদ, সাং-সৈয়দপুর ১০০। মোঃ রাসেল মেম্বার(৪০), পিতা-আব্দুল করিম, সাং- সৈয়দপুর, ১০১। ইউনুস মিয়া মোহাম্মাদ(৩৮), । পিতা-আব্দুল খালেক, সাং-সৈয়দপুর ভূঁইয়া বাড়ী, ১০২। মোঃ আব্দুল করিম (৪০), পিতা-আব্দুল খালেক, সাং-সৈয়দপুর ভূঁইয়া বাড়ী, ১০৩। মোঃ মনিরুল ইসলাম (৪১), পিতা-আনোয়ার হোসেন, সাং-ছোটরা, পুরাতন ডিসি রোড, ১০৪। মাইনুল ইসলাম(৩৬), পিতা-সাইদুর রহমান, সাং-ছোটরা, পুরাতন ডিসি রোড, ১০৫। জয়নাল আবেদীন (৪০), পিতা-নুরুল ইসলাম নুরু, সাং-ধনুয়াখোলা, ১০৬। কাইয়ুম কাশেম (২৭), পিতা-আবুল কাসেম, সাং- সাতরা মধ্যপাড়া, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লা, ১০৭। নোহেল রহমান (২৮), পিতা- সিদ্দিকুর রহমান সুরুজ, সাং-উনাইসার, থানা- সদর দক্ষিন মডেল, জেলা-কুমিল্লা, ১০৮। বাহারউদ্দিন রেজা ওরফে পিস্তল বাহার(৬৪), পিতা-মৃত জুরা মিয়া, সাং-তালুপুকর পশ্চিম পাড়, ১০৯। বিশাল(২৭), পিতা-বাহার উদ্দিন রেজা, সাং- তালপুকুর পাড় পশ্চিম পাড়, ১১০। মোঃ । রিমন (২৫), পিতা-মৃত ওহাব আলী, সাং-ঝাউতলা, ১১১। মোঃ সাইফুল (২৫), পিতা-আক্তার মোল্লা, সাং-ঝাউতলা, ১১২। সফিকুর রহমান মাষ্টার (৪৭), পিতা-মৃত লাল মিয়া, সাং-সৈয়দপুর, বেজবাড়ী, সর্ব থানা-কোতয়ালী মডেল, জেলা-কুমিল্লাসহ অজ্ঞাতনামা ১৫/২০ জন