
জমিতে রাতের আধাঁরে বাউন্ডারি ওয়াল নির্মাণ, ভয় প্রদর্শন ও হত্যা চেষ্টার প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন একজন ভোক্তভোগী।
মঙ্গলবার (৪ নভেম্বর ) সকাল ১১টায় শহরতলীর কুচাইতলীর বাসিন্দা মো. ইউনুছ মিয়া এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন। লিখিত বক্তব্যে ইউনুছ মিয়া বলেন, আমি কুচাইতলী এলাকার একজন বাসিন্দা। দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমার বাবার মৃত্যুর রাতের আঁধারে জমিতে পূর্বে ১৯৮৮ সালে বারপাড়া মৌজায় ৪৭ শতক নাল ভূমি রেজিষ্টেশন করে দেয়। যার দলিল নং ১৪৬৬। গত ১৭ জুলাই দিবাগত রাত ১০টার পর আমি ধানের জমিতে
ইট সিমেন্টের বাউন্ডারি ওয়াল তৈরি করে। প্রায় ৭০-৮০ ফুট লম্বা এ দেয়াল তৈরি করেছেন আওয়ামীলীগের সাবেক চেয়ারম্যান, বারোপাড়া গ্রামের বাসিন্দা মৃত. আব্দুর রাজ্জাকের ছেলে আবুল বাশার ও মাহফুজ মিয়া। তাদের সাথে রেনু মিয়ার ছেলে হেলাল মিয়াসহ ১০-১২জন লোক ছিলো। ঘটনার পরদিন আমি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দাখিল করেছি।
অভিযোগ দাখিলের পর তারা আমাকে হত্যা চেষ্টা করে। আমাকে আঘাত করেছে। বর্তমানে আমাকে ও আমার পরিবারের সদস্যদের ভয় ভীতি প্রদর্শন করছে। বিষয়ে জীবনের নিরাপত্তা ও দ্রুত আইনি প্রতিকার চাই। অভিযুক্ত আবুল, মাহফুজ, হেলাল বারপাড়া এলাকায় অশান্তি তৈরার জন্য কাজ করে। তারা আমার জমি দখল করতে চায়। আমি প্রশাসনের কাছে উপযুক্ত বিচার চাই। সংবাদ সম্মেলনে স্থানীয় আনোয়ার উল্লাহ, দেলোয়ার হোসাইন, সেলিম, আজাদুল ইসলাম জুয়েল, মো. জাহেদুল ইসলাম, তাজুল ইসলাম, মোঃ শহিন, মামুনসহ বারপাড়া, কুচাইতলী এলাকার মুরব্বী ও যুব সমাজের নেতবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা সাবেক চেয়ারম্যানের পুত্রদ্বয়ের বিচারদের দাবি জানান। একই সাথে ইউনুছ মিয়াকে আর হয়রানী না করার অনুরোধ করেন।
								
													
													


													