কুমিল্লা প্রতিনিধি
উন্নয়ন অনুদান ও নিজস্ব আয়ের ওপর ভর করে এক হাজার ৪৪ কোটি টাকার বাজেট দিয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনের ।
২০২৪-২৫ অর্থবছরে বাজেটে নিজস্ব উৎস থেকে আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৭৯ কোটি ৩৫ লাখ ৩২ হাজার টাকা আর উন্নয়ন অনুদান থেকে আসবে ৮৩৫ কোটি ৫৫ লাখ টাকা। প্রারম্ভিক তহবিল দেখানো হয়েছে ১২৯ কোটি ৫৩ লাখ ৪৬ হাজার টাকা।
রোববার (৩০ জুন) দুপুরে নগরের ভবনের অতীন্দ্র মোহন সম্মেলন কক্ষে বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মেয়র ডা.তাহ্সীন বাহার সূচনা। পরে বাজেটের মূল অংশ উপস্থাপন করেন প্রধান হিসাব রক্ষক মোঃ মাসুদুর রহমান। বাজেটে উন্নয়নখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দেয়া হয়।
এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র হাবিবুর আল আমিন সাদী, মোঃ মঞ্জুর কাদের মনি, কাউছারা বেগম সুমিসহ ওয়ার্ড কাউন্সিলর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।