চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মো. মাসুম (৩২) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় বাতিসা ইউনিয়নের দেবীপুর মধ্যপাড়া কালু মজুমদারের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

মাসুম একই এলাকার মৃত নুরুল আমিনের ছেলে। তিনি দেবীপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন অপূর্ব গ্রিল ওয়ার্কশপের সত্ত্বাধিকারী।

নিহতের ছোট ভাই নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চিত করে বলেন, সন্ধ্যা সোয়া ৬টার দিকে দেবীপুর মধ্যমপাড়া কালু মজুমদারের বাড়িতে গ্রিল ওয়েল্ডিং কাজ করছিলেন মাসুম। এক পর্যায়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ব্যবসায়ী মৃত্যুর বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top