মুরাদনগর প্রতিনিধি।।
‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো কুমিল্লার মুরাদনগরেও ৫২তম জাতীয় সমবায় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উৎসবমূখর পরিবেশে পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে শনিবার দুপুরে একটি বর্নাঢ্য র্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, এফবিসিসিআই’র সাবেক সভাপতি আলহাজ¦ ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দীন ভুঞা জনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুল লতিফ, রামচন্দ্রপুর অধুনা সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির প্রতিষ্ঠাতা পরিচালক বিল্লাল হোসেন।
সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার উপস্থাপনায় র্যালি ও আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হানিফ সরকার , আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা নিপা, উপজেলা প্রকৌশলী রায়হানুল আলম চৌধুরী, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা বরুন চন্দ্র দে, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, ভিপি জাকির হোসেন, আবদুল কাদির, জাকির হোসেন, গোলাম কিবরিয়া খোকন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোসলেহ উদ্দিন মুন্সী, তারেক আবদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট আসমা আক্তার রত্মা, সদস্য কুলছুম আক্তার মিতু ও উপজেলা কেন্দ্রিয় সমবায় সমিতির চেয়ারম্যান জসিম উদ্দিন প্রমুখ।
শুরুতে কোরআন তেলাওয়াত করেন, উপজেলা পরিষদ মসজিদের খতিব মুফতী সাদেকুর রহমান। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ ৩ সমিতিকে বিশেষ সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
সেএন/৯০