কসবার বিলঘর গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান

Share on facebook
Share on twitter
Share on linkedin

নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির পরিচালনায় আবারো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লার বিশিষ্ট সাংবাদিক মোঃ এমদাদুল হক সোহাগের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় ওই চক্ষু চিকিৎসা সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বুধবার ১৩ সেপ্টেম্বর বেলা দশটায় উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা ও কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম ভূইয়া রঙ্গু দারোগা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ ম হানুরুর রশীদ ঢালী, দৈনিক প্রথম আলোর কসবা-আখাউড়া-ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি সোহরাব হোসেন। সাবেক মেম্বার ও প্রবীন আওয়ামী লীগ নেতা ইউনুছ মেম্বারের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার কসবা প্রতিনিধি শাখাওয়াত হোসেন, সাবেক মেম্বার রফিকুল ইসলাম ভূইয়া, সাবেক মেম্বার কবির আহম্মদ, সাবেক মেম্বার জহিরুল ইসলাম জোহর, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম, সাবেক সভাপতি মজিবুর রহমান ভূইয়া, সার্জেন্ট অব. ফেরদৌস ওয়াহিদ, ব্যবসায়ী আক্তার হোসেন ভূইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমজি আজম, সহকারি শিক্ষক সোলেমান সরকার, সহকারি শিক্ষক গোলাম আজম প্রমুখ।

অনুষ্ঠানের এক পর্যায়ে বিদ্যালয়ের দাতা সদস্য সাংবাদিক এমদাদুল হক সোহাগের নিজ অর্থায়নে বিদ্যালয়ের ১৫জন দরিদ্র শিক্ষার্থীর মাঝে নতুন স্কুল ড্রেস প্রদান করা হয়। তাছাড়া চট্টগ্রাম বিভাগে দীর্ঘলাফে চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে অংশ নেয়া মাহমুদা আক্তারকে পাঁচ হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেয়া হয়। এসময় গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানা যায়, বিলঘর, পানিয়ারুপ, মাইজখার, রানিয়ারা, মিরতলা, আকছিনা, লক্ষীপুর, জাজিসার সহ আশপাশ গ্রামের প্রায় তিন শতাধিক রোগী বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছেন। তাছাড়া চোখে ছানি পড়া রোগীদের বাছাই করে কুমিল্লা আলেখারচর চক্ষু হাসপাতালে লেন্স অপারেশনের জন্য নিয়ে যাওয়া হয়। অপারেশন শেষে তাদেরকে পুনরায় হাসপাতালের গাড়িতে বাড়িতে পৌছানো হবে।

সিএন/৯০

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
Scroll to Top