৭৫ তম আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তীতে কুমিল্লা আদর্শ সদরের নব-গঠিত উপজেলা প্রধান অতিথির বক্তব্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

এম এইচ মনির, নিজস্ব প্রতিবেদক।।
ঐতিহাসিক ২৩শে জুন আওয়ামীলীগের প্লাটিনাম জয়ন্তীতে কুমিল্লা আদর্শ সদরের নব-গঠিত উপজেলা পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।

গত রবিবার দুপুরে আদর্শ সদর উপজেলা পরিষদের মিলনায়তনে আদর্শ সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট মো:আমিনুল ইসলাম টুটুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।

উক্ত প্রথম সভায় আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার রোমেন শর্মার সার্বিক ব্যবস্থাপনায় আরো উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা কাজী আবুল বাশার, সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল,আর্দশ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদ নিয়াজ পাবেল,আর্দশ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট হোসনেয়ারা বেগম বকুল,কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ফিরোজ আহম্মেদ, আদর্শ সদর উপজেলার ৪নং আমড়াতলী ইউনিয়নের চেয়ারম্যান কাজী মোজাম্মেল হক, ৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, ৫নং পাচঁথুবী ইউনিয়নের চেয়ারম্যান হাছান রফি রাজু, ৩নং দুর্গাপুর ইউনিউনের চেয়ারম্যান আমিনুল ইসলাম, ২নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ১নং কালিরবাজার ইউনিয়নের চেয়ারম্যান নুরুর ইসলাম সহ উপজেলা পরিষদের সকল সদস্যবৃন্দ ও বিভিন্ন বিভাগের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত কুমিল্লা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান তিন পদেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। কুমিল্লা আর কোন উপজেলায় এ বছর কোন প্রার্থী উপজেলা পরিষদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়নি।

এআই/কুমিল্লা নিউজ২৪

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top