ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাজারের ৩ শতাধিক স্থাপনা উচ্ছেদ

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল নিরবিচ্ছিন্ন রাখতে ধারাবাহিক উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে চান্দিনা বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। শনিবার সকাল ৯ টা থেকে পরিচালিত অভিযানে অন্তত তিনশত দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন অভিযান নেতৃত্ব দেন।

এ সময় তিনি সাংবাদিকদের জানান, উচ্ছেদ অভিযানের দীর্ঘস্থায়ী সুফল ভোগ করতে যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেগুলো সাধারণ মানুষের ব্যবহারের জন্য ব্যবহার করা হবে। আবার যেন কেউ অবৈধ স্থাপনা তৈরি করতে না পারে সেজন্য সড়ক বিভাগ এসব জায়গার সঠিক তত্ত্বাবধানে বাজবে কিংবা যাত্রী ছাউনি তৈরি করতে পারেন। এছাড়া জেলা ম্যাজিস্ট্রেট কঠোর নির্দেশনা রয়েছে সরকারি জায়গায় কেউ স্থাপনা তৈরি করতে পারবেন না।

সম্প্রতি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজারে এলাকায়ও বড় আকারে উচ্ছেদ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এখানেও মহাসড়কে যান চলাচল ব্যাহত করে এমন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী সপ্তাহে দাউদকান্দি এলাকার গৌরীপুরে অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছে প্রশাসন।

উচ্ছেদ অভিযানে এসময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের উপবিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলামসহ বিভাগের কর্মকর্তারা।

উল্লেখ্য, অবৈধ স্থাপনা বারবার উচ্ছেদ করলেও পরবর্তীতে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে এইসব সরকারি জায়গায় আবারো স্থাপনা তৈরি হয়ে বেঁধো খুলে চলে যায় বলে স্থানীয়দের অভিযোগ রয়েছে। তবে সাধারণ যাত্রী ও চালকদের দাবি, মহাসড়কের জায়গা যেন কেউ দখল করে স্থাপনা তৈরি করে যান চলাচলের প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে প্রশাসনকেই।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  
Scroll to Top