
সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজী ইসলামিয়া কামিল মাদরাসার কামিল (মাস্টার্স) প্রথম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে দোয়া মাহফিল সোমবার সকালে মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে ও আরবী প্রভাষক মাও. আবুল কাশেমের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা ইসলামি আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রেফেসর ড. মো. শামছুল আলম। বিশেষ অতিথি ছিলেন ঢাকা তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. আবু ইউসুফ খান, বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. মোহাম্মদ শাহাজান আল মাদানি, ফেনী আল জামিয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাও. মুফতি ফারুক আহমাদ, কবির গ্রুপ অব ইণ্ডাস্ট্রিজের কর্পোরেট ডিরেক্টর আলহাজ্ব শামছুল হক এমকম। শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন প্রধান মুহাদ্দিস মাও. মোহাম্মদ হোসাইন।
মজ/অননিউজ২৪