কুড়িগ্রামে জামায়াতের দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির -২৫ অনুষ্ঠিত

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুড়িগ্রাম প্রতিনিধি।।
বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুড়িগ্রাম জেলা শাখার উদ্দোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির’ ২০২৫ অনুষ্ঠিত হয়েছে ৷

১৯ জুন বৃহস্পতিবার জেলা জামায়াতের আমীর মাও: আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে জেলা সেক্রেটারী মাও: নিজাম উদ্দিনের পরিচালনায় কুড়িগ্রাম সদর উপজেলা মডেল মসজিদ হল রুমে জেলার সদস্যদের (রুকন) নিয়ে দিনব্যাপী শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়৷

শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসাবে ছিলেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবর রহমান ( সাবেক এম.পি) ৷

বিশেষ অতিথি হিসাবে আলোচনা করেন – সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর- দিনাজপুর অঞ্চল পরিচালক মাও: আব্দুল হালিম , কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাও: মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহাবুর রহমান বেলাল, অধ্যাপক আজিজুর রহমান স্বপন প্রমুখ ৷

প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এম.পি অধ্যাপক মুজিবুর রহমান জানান বিগত ফ্যাসিস্ট আমলে আমাদের ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছিল ৷ আগামী নির্বাচনে যেন মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করার সুযোগ পায় এ মানসিকতা সৃষ্টির জন্য আমাদের কাজ করতে হবে এবং সামনে আমাদের ব্যালট বিপ্লবের মাধ্যমে সুশাসন কায়েম করতে হবে ৷

বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল বলেন- ইসলামী আন্দোলনের পথে বিভিন্ন সমস্যা, চ্যালেন্জ মোকাবেলায় আমাদের ঐক্যবদ্ধ হতে হবে ৷
বাংলাদেশ জামায়াতে ইসলামী দীর্ঘ জুলুম, নির্যাতন সহ্য করে এ পর্যায়ে এসেছে, তাই এ মজলুম দলটিকে আপামর জনগণ তাদের মনে জায়গা করে নিয়েছে এবং তাদেরকে ক্ষমতায় দেখতে চায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top