তারেক-ইউনুস ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের রোডম্যাপ নিশ্চিত করছে- কুমিল্লা ৬ আসনের প্রার্থী মনিরুল হক চৌধুরী

Share on facebook
Share on twitter
Share on linkedin

দেশ যখন নির্বাচন যখন শঙ্কায় ছিলো তখন লন্ডনে তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার ঐতিহাসিক বৈঠকই নির্বাচনের প্রেক্ষাপট তৈরি করেছে। দেশের সংকটকালের প্রধান কাজ হিসেবে নির্বাচনকে গুরুত্ব দিয়েছেন এই দুই মহানায়ক।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলার বিএনপির আয়োজনে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত প্রার্থী মনিরুল হক চৌধুরী এসব কথা বলেন।

মনিরুল হক চৌধুরী বলেন, নির্বাচন যখন সঙ্কায় রূপান্তরিত হয়েছে, তখনি বার বার বাংলাদেশ জাতীয়তাবাদী দল নির্বাচনের জন্য আওয়াজ তুলেছে। জনাব রহমান, খালেদা জিয়ার পরামর্শে ড. ইউনুসের সাথে লন্ডনের ঐতিহাসিক বৈঠকে বসেন এবং জাতির জন্য কল্যাণকর একটি সিদ্ধান্তে পৌছান।

আমি দলকে ঐক্যবদ্ধ করব, সবাইকে নিয়ে কাজ করব, কুমিল্লাবাসীর প্রত্যাশার সাথে মিল রেখে কুমিল্লাকে সাজিয়ে তুলবো ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমি এই কোতোয়ালির সন্তান। এক
বার ইচ্ছে ছিলো কোতোয়ালি থেকে নির্বাচন করার। শেষ বয়সে আল্লাহ সেই ইচ্ছে পূরণ করেছে, তারেক রহমান আমাকে দলের মনোনয়ন দিয়েছে। আপনারা আমাকে একবার সুযোগ দিন আমি ইতিহাস ঐতিহ্যের ধারক ও বাহক কুমিল্লাকে বদলে দিবো ইনশাআল্লাহ। এই কুমিল্লা হবে আধুনিক নগরী।

লিফলেট বিতরণ কর্মসূচি নগরীর কান্দিরপাড় পূবালী চত্বর থেকে শুরু করে রাণীরবাজার, ধর্মপুর পূর্ব চৌমুহনী হয়ে রেসকোর্স বাদশাহ মিয়া বাজারে এসে শেষ হয়।

গণসংযোগ ও লিফলেট বিতরণ পূর্ববর্তী সমাবেশে মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা সোহেল মজুমদারের সঞ্চালনায় প্রধান অতিথির ক্তব্য রাখেন কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চেয়ারপার্সনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী।

জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কু।

কুমিলা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আমিরুজ্জামান আমির, কৃষক দলের সভাপতি মোস্তফা জামান, তাঁতি দলের সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান পিটার, দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল হক ভুঁইয়া স্বপন, মহানগর বিএনপির সিনিয়ার যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন রিয়াজ, মহানগর যুবদলের আহ্বায়ক ফয়সালুর রহমান পাভেল, সাবেক প্যানেল মেয়র আব্দুস সালাম মাসুক, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর কাজী মাহবুব, খলিলুর রহমান, কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আকতার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক চৌধুরী, দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ খোকা, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফায়েজ রশিদ প্রিমু, বিএনপি নেতা জাফর ইকবাল প্রমুখ। এসময় মহানগর ও দক্ষিণ জেলার বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
Scroll to Top