
কুমিল্লার লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন মুরাদকে আটক করেছে লাকসাম থানা পুলিশ।
পুলিশ জানায়, গত ১০ জুলাই লাকসাম থানায় কর্মরত এসআই(নিঃ) মোঃ আনোয়ার হোসেন ও ফোর্স সহ মাদক উদ্ধারের ও ওয়ারেন্ট তামিল ডিউটি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে লাকসাম থানাধীন লাকসাম পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ গাজীমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে রাস্তার উপর তল্লাশি করে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী মোঃ আরাফাত হোসেন মুরাদকে গ্রেফতার করে।
পুলিশ আরোও জানায়, আসামীর বিরুদ্ধে পূর্বে ১টি অস্ত্র মামলা, ১০টি মাদক মামলা, ২টি চুরি মামলা ও ৩টি অন্যান্য মামলা সহ সর্বমোট ১৬টি মামলা রয়েছে।
এ বিষয়ে আসামীর বিরুদ্ধে লাকসাম থানার মামলা নং-০৫, তারিখ- ১০/০৭/২০২৩ইং, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ১০(ক) এর সারণির ১০(ক) তে মামলার রুজু করা হয়।