হুম‌কি দি‌য়ে দে‌বিদ্বা‌রের জে‌গে উঠা মানুষ‌কে দা‌বি‌য়ে রাখা যা‌বে না; কালাম

Share on facebook
Share on twitter
Share on linkedin

সাইফুল ইসলাম।।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের ঈগল প্রতিকের সংসদ সদস্য প্রার্থী মো. আবুল কালাম আজাদ বলেছেন, হুম‌কি দি‌য়ে দে‌বিদ্বা‌রের জে‌গে উঠা প্রতিবাদী মানুষ‌কে দা‌বি‌য়ে রাখা যা‌বে না, যেখা‌নে ওরা বাধা দি‌চ্ছে সেখা‌নেই মানুষ প্রতি‌রোধ গ‌ড়ে তুল‌ছে। তিনি আরো বলেন, যারা বিদ‌্যু‌তের খু‌ঁটি বি‌ক্রি ক‌রে কো‌টি কো‌টি টাকা লুটপাট ক‌রে‌ছে, সিএনজির জি‌বির না‌মে নিরিহ চালকদের জিম্মি করে কো‌টি কো‌টি টাকা লুটপাট ক‌রে‌ছে, গোমতী বালু লুট, গরী‌বের বরাদ্দ লুট ক‌রে‌ছে। আগামি ৭ জানুয়ারির পর তা‌দের বিচা‌রের কাঠগড়ায় দাঁড় করা‌নো হ‌বে। আমা‌দের নির্বাচন হ‌চ্ছে সন্ত্রাস চাঁদাবা‌জির বিরু‌দ্ধে নির্বাচন। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানোজোড়া খেলার মাঠে এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

স্থানীয় আওয়ামীলীগ নেতা শ‌হিদুল ইসলাম খন্দকারের সভাপতিত্বে ও আব্দুল আলী‌মের সঞ্চালনায় সভায় আরও বক্তব‌্য রা‌খেন, জাতীয় পা‌র্টির কেন্দ্রীয় প্রেসি‌ডিয়াম সদস‌্য অধ‌্যাপক ইকবাল হো‌সেন রাজু, উত্তর জেলা আওয়ামী লী‌গের সদস‌্য কা‌লিপদ মজুমদার, নিউ লাইফ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো.আবুল বাশার সরকার, স্থানীয় আ.লীগ নেতা সা‌দেকুল হো‌সেন খন্দকার, শেখ রা‌সেল ফাউ‌ন্ডেশ‌নের সদস‌্য শা‌মিমুল হক সবুজ, স‌ফিকুল ইসলাম মেম্বার, জাপা নেতা আব্দুল আওয়াল, জা‌কির হো‌সেন মেম্বার, ইউনিয়ন ছাত্রলী‌গের সভাপ‌তি আব্দুল কাইয়ূম মোল্লা প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০  
Scroll to Top