কুমিল্লার মুরাদনগরে অনুষ্ঠিত হয়েছে মমতাজ বেগম ফাউন্ডেশন শিক্ষা বৃত্তি।

Share on facebook
Share on twitter
Share on linkedin

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানাধীন ঐতিহ্যবাহী পীর কাশিমপুর গ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়ে গেলো মমতাজ বেগম ফাউন্ডেশন আয়োজিত “মমতাজ বেগম শিক্ষা বৃত্তি -২০২৫”।

উপজেলার পীর কাশিমপুর দাখিল মাদ্রাসায় ২২ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হয় এই বৃত্তি পরীক্ষা।

এ বছর শ্রীকাইল, পীর কাশিমপুর ও কোরবানপুর ক্লাস্টারের আওতায় ৬৬ টি প্রতিষ্ঠানের পঞ্চম শ্রেণীর প্রায় ৫০০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সাধারণ জ্ঞান এই ৫ টি বিষয়ে সংক্ষিপ্ত প্রশ্নে ১০০ নম্বরের পরীক্ষায় অংশ নেয় তারা।

গত ৩ বছরের ন্যায় এবারও মুরাদনগর উপজেলার বাহির থেকে বিভিন্ন কলেজ, হাইস্কুল, প্রাথমিক বিদ্যালয় এবং আলীম মাদ্রাসার প্রায় ২০ জন শিক্ষক পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

মমতাজ বেগম ফাউন্ডেশন এর পরিচালক মিডিয়া ব্যাক্তিত্ব মো. সাহিদুল হোসেন সরকার জানান, মুরাদনগর উপজেলার নির্বাহী অফিসার এবং মুরাদনগর উপজেলার শিক্ষা অফিসার এর পরামর্শক্রমে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

এখানে অংশ নেয়াদের মধ্যে হতে তিনটি গ্রেড বৃত্তি প্রদান করা হবে। ৯০-১০০ নম্বর প্রাপ্ত ট্যালেন্টপুল, ৮০-৮৯ প্রথম গ্রেড এবং ৭৫-৭৯ পর্যন্ত সাধারণ গ্রেডে বৃত্তি পাবে।

বৃত্তি প্রাপ্তরা এককালীন নগদ অর্থ, ক্রেস্ট, স্কুলব্যাগসহ শিক্ষা উপকরণ পাবে।

এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা পীরকাশিমপুর রাইছাতুন নেছা উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি স্কুলে বিনাবেতনে পড়ালেখার সুযোগ পাবে।

অত্যান্ত নিয়মশৃঙ্খলার মধ্যে দিয়ে পীর কাশিমপুর দাখিল মাদ্রাসা (উঃ) কেন্দ্রে অনুষ্ঠিত হয় এই পরীক্ষা।

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
Scroll to Top