নির্বাচনে রেফারির মতো কাজ করবে ইসি: সিইসি

Share on facebook
Share on twitter
Share on linkedin

অনলাইন ডেস্ক।।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) নির্বাচনে রেফারির ভূমিকায় থাকবে। প্রতিযোগিতায় কে জিতবে, তা তাদের বিষয় নয়। কমিশনের দায়িত্ব হলো একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করে দেওয়া।

রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার নির্দেশ দেন তিনি। সকাল সাড়ে ১০টায় এই সভা অনুষ্ঠিত হয়।

সিইসি বলেন, নির্বাচন সংক্রান্ত যাবতীয় কাজ এগিয়ে চলেছে। বাকি কাজগুলো সবাইকে মিলে করতে হবে। তিনি কর্মকর্তাদের একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়ার জন্য শপথ নেওয়ার আহ্বান জানান।

নাসির উদ্দিন আরও জানান, তিনি বিভিন্ন আন্তর্জাতিক নেতা, যেমন লন্ডন ও জাপানের নেতারা, তাদের বলেছেন যে ইসি একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চায়। বিশ্ব নেতারা তাদের উপর আস্থা আছে বলেই এমন ঘোষণা দিচ্ছেন।

কর্মকর্তাদের উদ্দেশ্যে সিইসি বলেন, রমজানের সময় আপনারা সুন্দরভাবে কাজ করার ওয়াদা করেছেন। আজকেও পুনর্ব্যক্ত করছি, দয়া করে আজকের শপথ হবে নিরপেক্ষভাবে কাজ করার, কোনো দলের জন্য লেজুড়বৃত্তি না করার, আইন অনুযায়ী কাজ করার ও ন্যায়সঙ্গতভাবে কাজ করার।

অতীতের নির্বাচন কমিশনের কাজের সমালোচনা হলেও বর্তমান ইসি ভালোভাবে কাজ করতে বদ্ধপরিকর উল্লেখ করে তিনি বলেন, ইসি রেফারির ভূমিকায় থাকবে এবং একটি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করার জন্য যা যা করা দরকার, তার সবকিছুই করবে।

এ সময় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র:বিডি২৪লাইভ
মজ/অননিউজ২৪

Share on facebook
Share on twitter
Share on linkedin

আরো পড়ুন

সর্বশেষ খবর

পুরাতন খবর

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০৩১  
Scroll to Top